নিজস্ব প্রতিনিধি , দিল্লি- মুক্তির পর থেকেই চর্চায় গদর-২। গদরের পর গদর-২ এ একই চরিত্রদের খানিকটা অন্যরুপে দেখে কার্যত মুগ্ধ অনুরাগীরা। তার ফল দেখা গেছে বক্স অফিসেও। এবার এই ছবি নিয়ে সামনে এলো এক অভিযোগ। ‘গদর’ ছবির মিউজিক ডিরেক্টর উত্তম সিং ক্ষোভ প্রকাশ করে জানালেন তাকে না জানিয়েই তার দুটি গান ব্যবহার করা হয়েছে গদর-২ ছবিতে। এই নিয়ে তিনি খানিকটা ক্ষোভও প্রকাশ করেছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘গদর’ ছবির মিউজিক ডিরেক্টর উত্তম সিং জানান,”আমাকে ‘গদর-২’ ছবির জন্য ডাকা হয়নি। আমার দুটি গান ব্যবহার করা হয়েছে ছবিতে। কিন্তু অবাক হলাম এই দেখে আমাকে একবারের জন্য জানানো হয়নি যে তারা আমার গান ব্যবহার করছেন। তাদের উচিত ছিলো এইটুকু ফোন করে জানানো”।
তবে ফোন করে জানানো না হলেও গানের ক্রেডিটে অরিজিন্যাল কম্পোজার হিসাবে তার নাম উল্লেখ করা হয়েছে। নতুন কম্পোজার দুটি গানই অনেক ভাইরাল হয়েছে। ইউটিউবে ভিউজ হয়েছে প্রায় ৭ কোটিরও বেশি। আমিশা-সানির সবচেয়ে ব্লকবাস্টার সিনেমা ‘গদর-২’।
অনিল শর্মা দ্বারা পরিচালনা এবং প্রযোজনায় ‘গদর-২’। ১১ই আগস্ট ২০২৩ সালে মুক্তি পায় ছবিটি। ছবিটিতে অভিনয় করেছেন সানি দেওল, আমিশা প্যাটেল, গৌরব চোপড়া, মনীশ ওয়াধওয়া এবং উৎকর্ষ শর্মা। মাত্র ১৩ দিনের মধ্যে ৫০০ কোটির ওপর ব্যাবসা করে ফেলেছে সানি দেওলের এই ছবি।
সেই পুরোনো প্রেম কথা দেখতে হলে হলে উপচে পড়ছে ভিড়। ২২ বছর পর তারা সিং আর সাকিনার প্রেম দেখে মুগ্ধ ভক্তরা। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সানি দেওল জানান,” আপনাদের ‘গদর-২’ এত ভালো লেগেছে তার জন্য আমি খুব খুশি। ৫০০ কোটি পেরিয়ে যাবে কোনোদিন ভাবিনি। কিন্তু সেটা সম্ভব হয়েছে শুধু মাত্র আপনাদের জন্য। আপনাদের অনেক অনেক ধন্যবাদ।”
‘পাঠান‘-এর পর রেকর্ড ভাঙতে চলছে ‘গদর-২‘। এই ছবিতে শোনা গেছে ‘গদর’ ছবির ২টি বিখ্যাত গান ‘উড় যা কাল কাওয়া’ এবং ‘মেয় নিকলা গড্ডি লেকে’। যা নতুন ছাঁচে তৈরি করা হয়েছে। ‘গদর’ ছবিতে মিউজিক ডিরেক্টর উত্তম সিং গান দুটি কম্পোজ করেছিলেন। ‘গদর-২’-তে করেছেন ডিরেক্টর মিথুন রি-অ্যারেঞ্জ।