23 C
New York
Tuesday, July 8, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    মিজোরাম দূর্ঘটনায় মৃত মালদহের পরিযায়ী শ্রমিকের বাড়িতে রাজ্যপাল , একাধিক দাবি নিয়ে উপস্থিত কৌস্তভ বাগচীও

    নিজস্ব প্রতিনিধি , মালদহ – চলতি সপ্তাহে মিজোরামে নির্মীয়মান রেল সেতু ভেঙে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। প্রাণ হারান বহু শ্রমিক। এই তালিকায় রয়েছে মালদহের ২৩জন পরিযায়ী শ্রমিক। শুক্রবার এই মৃত শ্রমিকদের পরিবারের সঙ্গে দেখা করতে মালদহ এলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিন বিকেল নাগাদ তিনি মৃতের পরিবারের সঙ্গে দেখা করবেন বলে জানা গেছে। 

    অন্যদিকে ইতিমধ্যেই রাজ্যপালের সঙ্গে দেখা করতে হাজির হয়েছেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী। তিনি রাজ্যপালের সঙ্গে দেখা করে মৃতদের পরিবারের হয়ে বেশ কিছু দাবি তুলে ধরবেন বলে জানা গেছে। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কৌস্তভ জানান, আজ মালদার পুখুরিয়া এবং ইংলিশ বাজারের মৃত পরিযায়ী শ্রমিকদের পরিবারের সাথে দেখা করতে যাবেন রাজ্যপাল। তাঁর কাছে আমরা বেশ কিছু দাবি তুলে ধরবো। 

    তাঁর আরও দাবি, এই রাজ্যে কাজ নেই বলেই ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন বাংলার শ্রমিকরা। তাই রাজ্য সরকারের পক্ষ ২ লক্ষ টাকা দেওয়া হচ্ছে তাতে বিশেষ কিছু লাভ হবেনা।‌ বরং ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হোক এবং পরিবার পিছু একজন করে চাকরি দেওয়া হোক।

    প্রসঙ্গত , উত্তরপূর্ব ভারতে রেললাইন সম্প্রসারণের জন্য কাজ চালাচ্ছে কেন্দ্রীয় সরকার। এজন্য তৈরি হচ্ছে বৈরাবি ও সাইরাং রেলওয়ে স্টেশনের মধ্যে অবস্থিত কুরুং নদীর উপর সেতুটি। আর গত মঙ্গলবার সেই কাজ চলার সময়েই ঘটে বিপত্তি। সেতু ভেঙে মৃত্যু হয় বহু শ্রমিকের। তার মধ্যে রয়েছে মালদহের পরিযায়ী শ্রমিকরা। 

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img