23 C
New York
Sunday, July 6, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    মাত্র ৭০ টাকায় শাড়ি , পুজোর আগেই নয়া প্রকল্প মুখ্যমন্ত্রীর

    নিজস্ব প্রতিনিধি , কলকাতা – সামনেই বাঙালির বহু প্রতীক্ষিত প্রাণপ্রিয় দূর্গা পুজো। ইতিমধ্যেই পুজো মন্ডোপ কমিটির তরফে শুরু হয়ে গেছে তোড়জোড়। পাশাপাশি শুরু হয়েছে সাধারণ মানুষের কেনাকাটাও। আর এই আবহেই আরো একটি দারুন সুখবর দিলো মমতা সরকার। পুজোর আগে সস্তায় শাড়ি কেনার সুযোগ পাবেন রাজ্যের বাসিন্দারা। মূলত গরীব দুঃখী মানুষদের কথা ভেবেই এই উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। এমনটাই জানা গেছে।

    সূত্রের খবর , আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষেরা সমান ভাবে পুজোর আনন্দে মেতে উঠতে পারেন সেই ভেবেই এই কর্মসূচি নেওয়া হয়েছে। এই প্রকল্পে শাড়ি থেকে শুরু করে ধুতি, লুঙ্গি, গামছা সবই পাওয়া যাবে। এই প্রকল্পে মাত্র ৭০ টাকাতেই মিলবে শাড়ি। তবে দামে কম হলেও যেন মানে ভালো হয় সেদিকে কড়া ভাবে নজর দিতে বলেছে রাজ্য সরকার।

    মূলত , যাদের প্রতিবছর পুজোর সময় নতুন জামা কাপড় কেনার সামর্থ্য থাকেনা তাদের সুবিধার্থেই এই ভাবনা চিন্তা। এই প্রকল্পের সূচনা করবেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। এই প্রকল্পের নামকরন করা হয়েছে ‘দুয়ারে শাড়ি’ প্রকল্প। কার্যত আপনার দুয়ারে শাড়ি পৌঁছে যাবে রাজ্য সরকার মারফত বিক্রি করবে রাজ্য সরকার। অবশ্যই স্বাভাবিক দামের থেকে কম দামে।তবে শুধু আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষেরাই নন, যে কেউ এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন।

    কিন্তু এখন প্রশ্ন হচ্ছে কি করে পাবেন এই শাড়ি? না এই জন্য আপনাকে খুব বেশি কষ্ট করতে হবে না। রাজ্য সরকারের এই ‘দুয়ারে শাড়ি’ প্রকল্প পৌঁছে যাবে আপনার এলাকায়। আর সেখান থেকেই ইচ্ছেমত ও প্রয়োজন মতো কিনে নেবেন আপনার শাড়ি। জানা যাচ্ছে, রাজ্য সরকারের সপ্তম দুয়ারে সরকার ক্যাম্প শুরু হচ্ছে পয়লা সেপ্টেম্বর থেকে। আর দুয়ারে শাড়ি প্রকল্প চালু হবে ঠিক এই সময়েই। এই প্রকল্প শুরু হবে পূর্ব বর্ধমান জেলা দিয়ে।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img