নিজস্ব প্রতিনিধি , দিল্লি – জব কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ না থাকলে এবার থেকে মিলবে না একশো দিনের কাজের টাকা। এমনটাই জানিয়েছে কেন্দ্র। একাধিকবার সময়সীমা পরিবর্তন করার পর শেষপর্যন্ত আধার এবং জব কার্ড সংযুক্তিকরণের শেষ তারিখ নির্ধারিত হয়েছে ৩১শে আগস্ট ২০২৩। গ্রামোন্নয়ন মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সময়সীমা বাড়ানোর আর কোনো সম্ভবনা নেই। এখনো পর্যন্ত ৯০ শতাংশের বেশি অ্যাকাউনন্টের সঙ্গে আধার সংযোগ হয়ে গেছে।
সম্প্রতি এক নতুন জালিয়াতি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গেছে। আধার আপডেটের নামে ব্যক্তিগত নথি চাওয়া হচ্ছে ব্যবহারকারীদের কাছ থেকে। আর এই নথি দিলেই তার অপব্যবহার করছে প্রতারকেরা। এই প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় UIDAI কর্তৃপক্ষ সতর্কবার্তা জারি করে বলেছে, কোনোভাবেই আধার আপডেটের জন্য ব্যক্তিগত নথি চাওয়া হবে না হোয়াটস্যাপ বা ই মেলের মাধ্যমে। আর এই প্রতারণা রুখতেই ১০ বছর পুরোনো আধার কার্ড আপডেট করা উচিৎ এবং সকল গুরুত্বপূর্ণ নথির সঙ্গে আধার কার্ডের লিঙ্ক বাধ্যতামূলক।
চলতি বছরের শুরুতেই কেন্দ্র ঘোষণা করে, মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারেন্টি স্কিমে আধার ভিত্তিক পেমেন্ট সিস্টেম বাধ্যতামূলক করা হবে। সেই সূত্র ধরে, প্রাথমিক ভাবে ১লা ফেব্রুয়ারী পর্যন্ত এর সময়সীমা স্থির করা হয়েছিল। এরপর আরও দুবার বাড়ানো হয় সময়সীমা। প্রথমে ৩১ মার্চ এবং ৩০জুন। এবার শেষপর্যন্ত ৩১আগস্ট সময়সীমা ধার্য করা হয়েছে। এর মধ্যে জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক সম্পূর্ণ না হলে সেপ্টেম্বর থেকে ভোক্তারা পাবেন না এই মনরেগার মজুরি। তবে, মন্ত্রকের মতে উত্তর-পূর্বের রাজ্যগুলি এখনো পিছিয়ে আধার সংযুক্তিকরণে। অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ডে ২০ শতাংশের কম কর্মী আধার সংযোগ করেছেন। অসম এবং মেঘালয়ে আধার সংযোগের হার যথাক্রমে ৪২ এবং ৭০ শতাংশ।
গত জুন মাসে এক বিবৃতি জারি করে মন্ত্রক জানায়, মোট ১৪.২৮ কোটি সুবিধা ভোগীর মধ্যে ১৩.৭৫ কোটির সঙ্গে আধার নম্বর সংযুক্ত করা হবে। যার মধ্যে ১২.১৭ কোটি আধার নম্বর ইতিমধ্যে যাচাই করা হয়েছে। চলতি বছরেই ৮৮ শতাংশ মজুরি প্রদান করা হয়েছে আধার নির্ভর পেমেন্ট সিস্টেমের মাধ্যমে। আগামী ৩১ আগস্টের মধ্যে আরও কতজন আধার সংযুক্ত করেন তা দেখে নিয়েই জব কার্ডে তথ্য মুছে ফেলতে পারে মন্ত্রক।