নিজস্ব প্রতিনিধি , মালদহ- গত বুধবার মিজোরামের ভয়াবহ দূর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মালদহের ২৩ জন পরিযায়ী শ্রমিক। এবার তাদের পরিবারের সঙ্গে দেখা করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।পাশাপাশি রেল কর্তৃপক্ষ যাতে মৃতদের পরিবার পিছু ১০ লাখ টাকা ক্ষতিপূরণ এবং কর্মসংস্থানের ব্যবস্থা করে সেই করাও বলেন তিনি। শুক্রবার বেলা এগারোটা নাগাদ মালদহ পৌঁছান তিনি। এরপর একে একে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করেন তিনি।
সূত্রের খবর, শুক্রবার হাওড়া থেকে সুপারফাস্ট ট্রেনে করে মালদা টাউন স্টেশনে আসেন রাজ্যপাল। সেখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়েই এদিন মৃতদের পরিবারের সঙ্গে দেখা করেন। তাদের পাশে থাকার আশ্বাস দেন রাজ্যপাল। পাশাপাশি তাদের হাতে নগদ ৫০ হাজার ও ৯ লক্ষ ৫০ হাজার টাকার চেক তুলে দেন তিনি। এছাড়াও রেলমন্ত্রক যাতে মৃতদের পরিবারের একজনের কর্ম সংস্থানের ব্যবস্থা করেন সেই কথাও বলেন তিনি।
এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘একসঙ্গে এতজন শ্রমিকের মৃত্যুতে সম্পূর্ণভাবে মর্মাহত আমি। তবে এখন কোনওরকম ভাবেই সমালোচনা করার সময় নয়। মৃত শ্রমিকদের পরিবারের পাশে থেকে সবাইকে সহযোগিতা করতে হবে’। তিনি আরও বলেন, ‘এই দুর্ঘটনার বিষয়টি জানতে পেরে আমি রেলমন্ত্রীকে টুইট করেছি।
উল্লেখ্য , গত বুধবার মিজোরামের বৈরাবি ও সাইরাং রেলওয়ে স্টেশনের মধ্যে অবস্থিত কুরুং নদীর উপর নির্মীয়মান সেতুটি ভেঙে পড়ে। আর সেই সেতু ভেঙে মৃত্যু হয় বহু শ্রমিকের। তার মধ্যে রয়েছে মালদহের ২৩ জন শ্রমিক। তাঁদের মধ্যে ১১ জন শ্রমিকই রতুয়া ২ ব্লকের পুখুরিয়া পঞ্চায়েতের চৌদুয়ার গ্রামের বাসিন্দা, আর রয়েছে ইংরেজবাজারের পাঁচ, গাজল এবং কালিয়াচকের এক জন করে পরিযায়ী শ্রমিকের নাম।