নিজস্ব প্রতিনিধি , মুম্বাই – বয়স পেরিয়েছে ৮০। তা সত্ত্বেও সমান তালে পর্দা কাঁপাতে ব্যস্ত বিগ-বি। এখন অনুগামীদের প্রতি মূহুর্তে আশ্চর্য করে দিচ্ছেন। তবে এই যাত্রা পথ সহজ ছিল না। বহু প্রতিকূলতাকে অতিক্রম করেছেন। একবার তো হালই ছেড়ে দিয়েছিলেন। ডাক্তারেরা কার্যত ‘জবাব’ দিয়ে ছিলেন ‘আর সিনেমা করতে পারবেন না অমিতাভ’! কিন্তু কেন? আসুন জেনে নেওয়া যাক –
আসলে সম্প্রতি এক রেডিও সাক্ষাৎকারে এক শহেনশাহ-এর পরিচালক টিন্নু আনন্দ তার সঙ্গে অমিতাভ বচ্চনের ‘কেমিস্ট্রি’র কথা জানান। তিনি জানান ১৯৮৮ সালের এভারগ্রিন সিনেমা ‘শহেনশাহ’ মুক্তির পর কি ‘অবস্থা’ হয়েছিল বচ্চনের। পরিচালক টিন্নুর কথায়, এই ছবির কাজ চলাকালীন মায়াস্থেনিয়া গ্র্যাভিস রোগে আক্রান্ত হন বিগ বি। সেই সময় নাকি ডাক্তাররা জানিয়ে দিয়েছিলেন অমিতাভ আর অভিনয় করতে পারবেন না।
টিন্নু বলেছেন, ‘‘আমি যখন মহীশূরে পৌঁছলাম, আমাকে বলা হল যে তিনি আহত হয়েছেন এবং তাঁকে চেকআপের জন্য ব্যাঙ্গালোরে নিয়ে যাওয়া হয়েছে এবং তিনি আমাকে ব্যাঙ্গালোরে ডেকেছেন। আমি সেখানে পৌঁছেছিলাম এবং আমাকে একটি হোটেলে অপেক্ষা করতে বলা হল, যেখানে আমি অমিতাভের সঙ্গে দেখা করব। এবং তারপর অবশেষে, যখন তিনি এলেন, তখন জানতেন যে কেমন রগচটা ব্যক্তি আমি। তিনি বললেন, ‘আপনি পড়ে যাওয়ার আগে একটু বসুন, দয়া করে।’আপনার জন্য আমার কাছে দুঃসংবাদ আছে’।’’ আর তার পরেই তার শারীরিক অবস্থার কথা জানান বিগ-বি।
এরপর পরিচালক বলেন, তাকে নাকি ডাক্তারে বলেছেন, তার ‘মায়াস্থেনিয়া গ্র্যাভিস‘ নামক একটি রোগে ভুগছেন, যা মূলত পেশীর সমস্যা। সেই কারণেই আর হয়তো অভিনয় করতে পারবেন না তিনি। এরপর বিদেশ থেকে চিকিৎসা করিয়ে আসেন ‘শাহেনশাহ’। পরে অবশ্য সব বাধা পেরিয়ে তিনি আমাদের একেরপর এক দুর্দান্ত ছবি উপহার দিয়েছেন।
উল্লেখ্য , ১৯৬৯ সালে ‘সাত হিন্দুস্তানি’ ছবির মাধ্যমে আত্মপ্রকাশ করেন অমিতাভ বচ্চন। প্রধান চরিত্রের মধ্যে একটিতে অমিতাভ বচ্চন অভিনয় করেছিলেন। পাঁচ দশকের অধিক সময় ধরে অভিনয় করছেন তিনি। প্রায় ১৯০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। জাতীয় পুরস্কার, ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড এবং নানা আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন তিনি।
গত বছর অয়ন মুখার্জি দ্বারা লিখিত ও পরিচালিত এবং করণ জোহর দ্বারা প্রযোজিত ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় তাকে গুরুর ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল।