নিজস্ব প্রতিনিধি , হাওড়া – ফের হাওড়ায় উদ্ধার প্যাকেট প্যাকেট গাঁজা। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালানো হয় হাওড়ার শালিমারে। এরপর গাঁজা সহ তিন জনকে গ্রেফতার করেছে হাওড়া থানার পুলিশ। ধৃতদের আজ হাওড়া আদালতে তোলা হয়েছে।
সূত্রের খবর , আচার্য জগদীশচন্দ্র বোস (এজেসি বোস) থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে শালিমার স্টেশনে নজর রেখেছিল ভোররাত থেকেই। এরপর ডাউন চেন্নাই এক্সপ্রেস শালিমার স্টেশনে প্রবেশ করতেই ট্রেন থেকে নেমে আসে দুই যুবতী ও এক যুবক। তাদের দেখে সন্দেহ হয় পুলিশের। এরপর তল্লাশি চালাতেই বেরিয়ে আসে গাঁজা প্যাকেট। এরপর গ্রেফতার করা হয় তাদের।
পুলিশ সূত্রের খবর , বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পাওয়া যায় হাওড়ার শালিমার স্টেশনে গাঁজা পাচার হবার সম্ভাবনা রয়েছে। এরপর ওই এলাকায় আরও নজরদারি বাড়ানো হয়। শুক্রবার ডাউন চেন্নাই এক্সপ্রেস শালিমার স্টেশনে প্রবেশ করতেই তিন যুবক যুবতীদের দেখে সন্দেহ হয় পুলিশের। তাদের জিনিসপত্রের তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ৬২ কিলো গাঁজা। তাদের জিজ্ঞাসাবাদ করে জানা যায় তারা এই গাঁজা মুর্শিদাবাদের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
প্রসঙ্গত , প্রতিনিয়ত গাঁজা পাচারের ঘটনা সামনে আসছে। মূলত কলকাতা ও তার আশেপাশের এলাকাগুলিকেই মাদক পাচারের জায়গা হিসেবে বেচে নেয় দুষ্কৃতিরা। কারন এই ধরনের জায়গাগুলো থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় পৌঁছাতে সুবিধা হয়। হাওড়াও পড়ে সেই তালিকায়। তবে এবার এসজি বোস থানার পুলিশের তৎপরতায় গাঁজা পাচারের পরিকল্পনা সফল হলো না।