23 C
New York
Tuesday, July 8, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    মাদুরাই এক্সপ্রেসে ভয়াবহ আগুন , মৃতদের প্রতি গভীর শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

    নিজস্ব প্রতিনিধি , চেন্নাই – ফের ট্রেনে ভয়াবহ আগুন প্রাণ কাড়লো। শনিবার সকাল না হতেই এই দুর্ঘটনাটি ঘটেছে মাদুরাই রেলস্টেশনের সামনে দাঁড়িয়ে থাকা পুনালুর- মাদুরাই এক্সপ্রেসের একটি কামরায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় রক্ষা পেল না বহু মানুষ। ইতিমধ্যেই প্রাণ গেল ১০ জনের, আহত হয়েছেন ২০ জনেরও বেশি। ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হয়েছে দমকল বাহিনী। তবে এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।

    সূত্রের খবর , এদিন তামিলনাড়ুতে পুনালুর-মাদুরাই এক্সপ্রেস মাদুরাই স্টেশনে দাঁড়িয়ে ছিল। হঠাৎই একটি কামরায় আগুন লাগে ভোর ৫ টা ১৫ নাগাদ। প্রাথমিক তদন্তে উঠে এসেছে ওই কামরাটি ব্যক্তিগতভাবে বুকিং করা হয়েছিল। আর সেখানে ছিল একটি গ্যাস সিলিন্ডার। সেখান থেকেই লাগে ভয়াবহ আগুন। যা নিমেষের মধ্যে ছড়িয়ে পড়ে। এই ঘটনায় ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ১০ জনে, আহত হয়েছেন ২০ জনেরও বেশি। তবে ওই কামরা ছাড়া বাকি কোনও কামরায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে রেল সূত্রে খবর। ইতিমধ্যেই মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে অনুদান দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে।

    পাশাপাশি দক্ষিণ রেলের তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘‘পুনালুর-মাদুরাই এক্সপ্রেসের একটি ব্যক্তিগত কোচে আগুন লাগে। পার্টি করার উদ্দেশে ভাড়া করা কামরাটি আলাদা করে মাদুরাই স্টেশনের কাছে রাখা হয়েছিল। কোচের যাত্রীরা লুকিয়ে গ্যাস সিলিন্ডার নিয়ে যাত্রা করছিলেন। যা নিয়মবিরুদ্ধ। এই গ্যাস সিলিন্ডার থেকেই আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে।’’

    অন্যদিকে এই ঘটনায় শোক বার্তা পাঠিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লিখেছেন, “মাদুরাইয়ে রেলের আরও একটি প্রাননাশি ঘটনা ঘটল আজ। যেখানে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে, আরও ২০ জন আহত হয়েছেন। এই ঘটনায় তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।”

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img