নিজস্ব প্রতিনিধি , কলকাতা – এ যেন নেশার আখড়া! সারি সারি মদের বোতল থরে থরে সাজানো। যাদবপুরের ওপেন এয়ার থিয়েটারের চিত্র সামনে আসতেই মাথায় হাত রাজ্যবাসীর। এই কি রাজ্যের ‘এক নম্বর’ ইউনিভার্সিটি অভ্যন্তরীন পরিবেশ? ছাত্র মৃত্যুর ঘটনায় আগেই চর্চায় ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। এবার মদের বোতলের ‘মেলা’ দেখে আবারও চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠল এই বিশ্ববিদ্যালয়টি।
গত ৯ই আগস্ট যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনা ঘটে। এরপর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বসেই নেশা করার অভিযোগও ওঠে। এরপর রাস্তার ধার, নর্দমা, গাছের নীচে বেদি, মাঠ সব জায়গাতেই যত্রতত্র মদের বোতল ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়। আর এবার গুচ্ছ গুচ্ছ মদের বোতল পাওয়া গেল যাদবপুরের ওপেন এয়ার থিয়েটারে। শনিবার ওপেন এয়ার থিয়েটার পরিষ্কার করেন সাফাইকর্মীরা। সেই সময় উদ্ধার হয় বস্তা বস্তা মদের বোতল।
এই বিষয়ে যাদব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বুদ্ধদেব সাউকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, বুঝতেই পারছেন কেন নিরাপত্তা দরকার। এজন্য আচার্যও চিন্তিত হয়ে পড়েছেন। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে ক্যাম্পাসে মাদক ঢোকা বন্ধ করা যায় কি না, সেই চেষ্টা চলছে।’ তিনি আরো বলেন, “এই বিষয়ে সরকারের অধিনস্ত একটি কোম্পানির সঙ্গে কথা বলা হয়েছে। তারা হয়তো আজ থেকেই অত্যাধুনিক প্রযুক্তি বসানোর কাজ শুরু করবেন।”
প্রসঙ্গত , যাদবপুরের ছাত্র মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই এখানকার পরিস্থিতি বেশ উত্তাল। এই ঘটনায় গ্রেফতার হয়েছে প্রাক্তনীসহ মোট ১৩ জন। মৃত্যুর কারণ হিসেবে র্যাগিংয়ের কথাই সামনে এসেছে। আর এসেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বেপরোয়া নেশার ঘটনা। তবে এত কিছুর মাঝেও ক্যাম্পাসে নজরদারি ক্যামেরা বসানো নিয়ে চলছে টালবাহানা। যদিও পড়ুয়াদের একাংশ এই বিষয়ে আপত্তি জানিয়েছে। এখন দেখার পরিস্থিতি কোন দিকে মোড় নেয়।