23 C
New York
Monday, July 7, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    ইন্টারন্যাশনাল কল সেন্টার খুলে প্রতারণা , অবশেষে পুলিশের জালে মাস্টারমাইন্ড

    নিজস্ব প্রতিনিধি , কলকাতা – ভুয়ো কল সেন্টার খুলে সাধারণ মানুষকে প্রতারণার ঘটনা শহর কলকাতায় নতুন নয়। প্রায় এক বছর পর, গতকাল অর্থাৎ ২৫ আগস্ট ইন্টারন্যাশনাল কল সেন্টার প্রতারণা চক্রের মাস্টারমাইন্ড কুনাল গুপ্তাকে গ্রেফতার করলো বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। আগেই এই প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত মোট ১৬ জনকে গ্রেফতার করা হয়েছিল পুলিশের তরফে, কিন্তু মূল অভিযুক্ত ছিলেন পলাতক।

    পুলিশ সূত্রে জানা গেছে , গতবছর থেকেই ভুয়ো কল সেন্টার খুলে বিদেশি নাগরিকদের প্রতারণা করছে এই দল। ২০২২ সালে অক্টোবর মাসে বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ হঠাৎই অভিযান চালায় সল্টলেক সেক্টর ফাইভের গোদরেজ ওয়াটার সাইড বিল্ডিংয়ের ১৩ তলায় একটি ভুয়ো কল সেন্টারে। সেখান থেকেই উদ্ধার হয় বিদেশি নাগরিকদের তালিকা। পরে নভেম্বর মাসে বিধাননগর মহকুমা আদালতে এই মামলার চার্জশিট জমা করে পুলিশ ।তখন থেকেই কল সেন্টারের কর্ণধার এবং কুনাল গুপ্তা নামক এই মূল অভিযুক্ত পলাতক ছিলেন।

    এরপরই আদালতের তরফে কুনাল গুপ্তার নামে গ্রেফতারির পরোয়ানা জারি করা হয়। অবশেষে গোপন সূত্রের ভিত্তিতে গতকাল কুনাল গুপ্তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। আজ অর্থাৎ ২৬ আগস্ট বিধাননগর আদালতে পেশ করা হয়েছে।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img