23 C
New York
Tuesday, July 8, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    চন্দ্রযান-৩ এর সাফল্য , এবার থেকে আগস্টের এই দিনে পালিত হবে জাতীয় মহাকাশ দিবস

    নিজস্ব প্রতিনিধি , বেঙ্গালুরু – শনিবার দক্ষিণ আফ্রিকা, গ্রিস সফর সেরে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর দেশে ফিরেই বেঙ্গালুরুতে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোয় যান তিনি। সেখানে বিজ্ঞানীদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। চন্দ্রযান-৩ এর সাফল্যে মোদির মুখে শোনা গেল নয়া স্লোগান। তা হল ‘জয় বিজ্ঞান, জয় অনুসন্ধান’। এর আগে দেশে কৃষি বিপ্লবের অভূতপূর্ব সাফল্যের জন্য প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রী ‘জয় জওয়ান, জয় কিষাণ’ স্লোগান তুলেছিলেন।

    এদিন সাতসকালে ইসরোর দফতরে গিয়ে চন্দ্রযান-৩-এর পুরো টিমের সঙ্গে দেখা করেন এবং কথা বলেন প্রধানমন্ত্রী মোদি। তার চোখে আনন্দের অশ্রুবান দেখা যায়। তখনই তিনি ‘জয় বিজ্ঞান, জয় অনুসন্ধান’ স্লোগান দেন। এরপর প্রধানমন্ত্রী বলেন, ‘আজ চাঁদে ভারত। এখন মেক ইন ইন্ডিয়া চাঁদে। চন্দ্রযান ৩-এর সাফল্য ভারতের মহাকাশ গবেষণার ইতিহাসে এক ঐতিহাসিক দিন’।

    এখানেই শেষ নয়। চাঁদের বেশ কিছু জায়গার নামকরণও করে ফেলেছেন দেশের প্রধানমন্ত্রী।‌ চাঁদে যে জায়গায় চন্দ্রযান-৩ অবতরণ করেছে সেখানকার নাম দিয়েছেন শিবশক্তি ক্ষেত্র। ২০১৯ সালে যেখানে চন্দ্রযান -২ ধ্বংস হয়েছে সেই জায়গার নাম দিয়েছেন তিরঙ্গা। এমনকি ঘোষণা করেছেন জাতীয় মহাকাশ দিবস। ২৩ আগস্ট দিনটিকেই বেছে নিয়েছেন এই জন্য। কারন ওই দিনেই তো চাঁদে পৌঁছেছে ভারত।

    উল্লেখ্য , গত ২৩ আগস্ট চাঁদের মাটিতে অবতরণ করেছে ইসরোর চন্দ্রযান-৩। আর এই দিন ভারতে ছিলেন না দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১৫তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকার জোহেনার্সবার্গে গিয়েছিলেন। তবে দেশে না থাকলেও ইসরোর সঙ্গে ভার্চুয়ালি উপস্থিত হয়েছিলেন চন্দ্রযান-৩ এর চাঁদে অবতরণের দৃশ্য দেখতে। আর এদিন দেশে ফিরে এক মূহুর্ত সময় নষ্ট না করে পৌঁছে গেলেন ইসরোর বিজ্ঞানীদের সঙ্গে সাক্ষাতে। 

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img