নিজস্ব প্রতিনিধি , কলকাতা- গত ২ মাসেরও বেশি সময় ধরে মনিপুর জ্বলছে! দুই মহিলাকে ধর্ষণ সহ বিবস্ত্র করে হাঁটানোর অভিযোগ উঠেছে সেখানে। এমনকি মৃত্যুও হয়েছে একাধিক মানুষের। এবার এই ঘটনার প্রতিবাদে তৃণমূলের তরফে আয়োজিত হল এক মিছিল। শনিবার এই মিছিলের আয়োজন করা হয় বিধাননগরের মহিলা তৃণমূল কংগ্রেসের তরফে। এই মিছিলে উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য থেকে শুরু করে সুজিত বসুও।
সূত্রের খবর , শনিবার দুপুরে বিধাননগর মেলা প্রাঙ্গণে সামনে কালো পোশাক পড়ে জমায়েত হয় বিধান নগরের মহিলা কাউন্সিলররা ও তৃণমূল কর্মীরা। এরপর সেখান থেকে একটি মিছিল বের করা হয়। এই মিছিলের নেতৃত্ব দেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এদিনের মিছিলে পা মেলায় বিধাননগরের বিধায়ক তথা মন্ত্রী সুজিত বসু এবং বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী। মূলত মনিপুরে মহিলা অত্যাচারের ঘটনার প্রতিবাদেই এই মিছিলের আয়োজন করা হয় বলে জানা যায়। পাশাপাশি এদিন মোমবাতি জ্বালিয়েও প্রতিবাদ করা হয়।
এদিন মিছিলে উপস্থিত থেকে সুজিত বসু বলেন, “মনিপুরের ঘটনায় তীব্র প্রতিবাদ জানাতেই আজকের এই মিছিল। এত বড়ো ঘটনাতেও কেন্দ্রীয় সরকার চুপ। সেখানে তারা যাচ্ছেনা। আমাদেরও যেতে দিচ্ছে না। সারা দেশ থেকে শুরু করে বিদেশেও এই ঘটনা নিয়ে তারা ছিঃ ছিঃ করছে।”
অন্যদিকে মাটিগাড়ার ঘটনায় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিজেপির প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, “বিজেপি কি জানে নারী সুরক্ষা? তাহলে মনিপুরে এই ঘটনা ঘটত না। দোষীদের শাস্তি দিত। তারা কেন এই বিষয় নিয়ে চুপ। আমাদের তৃণমূলের কংগ্রেস মাটিগাড়ার ঘটনা নিয়ে প্রতিবাদ করেছে। পুলিশ দোষীদের গ্রেফতার করেছে। শাস্তির জন্য যথাযথা ব্যবস্থাও নিচ্ছে। কিন্তু মনিপুর সরকার কি করছে?”
পাশাপাশি এদিন ইমাম-মোয়াজ্জেম ভাতা প্রসঙ্গে বিজেপির তোলা অভিযোগ নিয়ে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “আমরা কখনও ভাতা দিতে গিয়ে রাজনীতি করি না। যেমন মুসলিমদের ভাতা দেওয়া হচ্ছে তেমন পুরোহিতেরও দেওয়া হচ্ছে। লক্ষ্মীভান্ডার দিতে গিয়ে যে কোন দলের তাও দেখি না। ওসব বিজেপির কাজ।”