নিজস্ব প্রতিনিধি , কলকাতা – রবিবার দত্তপুকুরে ভয়াবহ বিস্ফোরণের সাক্ষী থেকেছে গোটা বাংলা। ইতিমধ্যেই ৭ জনের মৃত্যু হয়েছে এই ঘটনায়। আহত হয়েছেন বহু। এবার এই কান্ডের দায় চাপিয়ে মু্খ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন বিধানসভায় রাজ্যের শাসক দলের বিরুদ্ধে তোপ প্রকাশ করেন তিনি। এমনকি এই কান্ডের জবাব চেয়ে বিরোধী দলনেতার নেতৃত্বে সভাকক্ষ ত্যাগ করেন বিজেপি নেতারা।
দত্তপুকুরে না যাওয়া নিয়ে শুভেন্দু অধিকারী বিধানসভায় বলেন, রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু বলেন, ‘‘আমরা আশা করেছিলাম, মুখ্যমন্ত্রী এসে এই ঘটনার অ্যাকশন টেকেন রিপোর্ট জানাবেন বিধানসভায়। উনি প্রথমার্ধে আসেননি। হয়তো দ্বিতীয়ার্ধে আসবেন উৎসবে যোগ দিতে। আমরা এই নিষ্ক্রিয়তার প্রতিবাদ জানাচ্ছি।মুখ্যমন্ত্রী এর দায় এড়াতে পারেন না। ওনার উচিত এই ঘটনার দায় নিয়ে অবিলম্বে পদত্যাগ করা।’’
এরপরই এগরার প্রসঙ্গ টেনে শুভেন্দু বলেন, ‘‘এগরার পর হেলিকপ্টারে পরিদর্শনে গিয়ে ক্ষমা চেয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কথা দিয়েছিলেন, আর এমন ঘটনা বাংলায় ঘটবে না। আরও অনেক পদক্ষেপের ঘোষণাও করেছিলেন তিনি। কিন্তু রাজ্যজুড়ে বিস্ফোরণের ঘটনা ঘটছে। এর দায় মু্খ্যমন্ত্রী এড়াতে পারেন না।
তবে বিরোধীরা রাজ্য সরকারের নিস্ক্রিয়তার অভিযোগ আনলেও রবিবার সন্ধ্যায় রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতা পুলিশ কমিশনারকে জরুরি তলব করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা। মুখ্যমন্ত্রীর তলব পেয়ে কালীঘাটের বাড়িতে হাজির হন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য এবং পুলিশ কমিশনার বিনীত গোয়েল। দুজনের সঙ্গেই মুখ্যমন্ত্রী বেশ কিছুক্ষণ বৈঠক করেন। সূত্রের খবর, এই বৈঠকে দত্তপুকুরের ঘটনায় দ্রুত ব্যবস্থা নিতে কড়া নির্দেশ দিয়েছে মু্খ্যমন্ত্রী।
অন্যদিকে, দত্তপুকুর কান্ড নিয়ে এবার হাইকোর্টে গেল রাজ্যের প্রধান বিরোধী দল। মূলত যাতে দত্তপুকুর কান্ডের তদন্ত এনআইএ কে দেওয়া হয় সেই নিয়েই জনস্বার্থ মামলা করা হল। সোমবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলা দায়ের করা হয়েছে।