নিজস্ব প্রতিনিধি , কলকাতা- গত ৯ই ডিসেম্বর ২০১৯ এ গাঁটছড়া বাঁধেন গৌরব চট্টোপাধ্যায় ও দেবলীনা কুমার। তারপর থেকে সুখেই সংসার করছেন উত্তম কুমারের নাত বৌ। সম্প্রতি ইউরোপ ট্যুরে গেছেন দেবলীনা ও গৌরব। টাওয়ার ব্রিজের সামনে বা কনভেন্ট গার্ডেনের মাঝে একাধিক ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। কিন্তু কোনো ফটোতেই গৌরবকে না দেখতে পেয়ে ব্যাকুল হয়ে উঠলেন নেটিজেনরা।
ইউরোপ ট্যুরের প্রথমদিকে ঘুরতে গিয়ে শুধুমাত্র নিজেরই ছবি পোস্ট করেন অভিনেত্রী। কখনও কনভেন্ট গার্ডেনের মাঝে বা টাওয়ার ব্রিজের সামনে। সোশ্যাল মিডিয়ার রিলস-এও তাকে একাই দেখা গেছে। কোনো পোস্টের ছবিতে গৌরব চট্টোপাধ্যায়কে দেখা যায়নি। তা দেখেই নেটিজেনদের একাংশ প্রশ্ন করেছিলেন , একাই ইউরোপ ট্যুরে গেছেন দেবলীনা কুমার?
এরপরই হঠাৎই রবিবার গৌরবের সঙ্গে একাধিক ছবি পোস্ট করেন দেবলীনা। ক্যাপশনে লেখেন,” হঠাৎ বুঝতে পারলাম, ইউরোপ ট্যুরে আমাদের একসঙ্গে কোনো একটি ছবিও পোস্ট করিনি”। এক অনুরাগী মজা করে বলেন,” এমন হ্যান্ডসাম বরকে লুকিয়ে রাখাই ভালো”।