23 C
New York
Monday, July 7, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    ললিত মোদি অতীত , রোমানের সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন সুস্মিতা সেন

    নিজস্ব প্রতিনিধি , কলকাতা – ১৯৯৪ সালে মাত্র ১৮ বছর বয়সে ফেমিনা মিস ইন্ডিয়ার মুকুট জয়। তারপর মিস ইউনিভার্স জয়। কেরিয়ারে সর্বদাই উচ্চ সাফল্য। কিন্তু এই সাফল্যের মধ্যেও ভালো নেই অভিনেত্রী তথা প্রাক্তন বিশ্ব সুন্দরী সুস্মিতা সেন। কারণ একটাই। প্রেম থেকে বিচ্ছেদ , আবার বিচ্ছেদ থেকে প্রেম। এই নিয়েই যেন চলছে অভিনেত্রীর জীবন। সম্প্রতি মুক্তি পেয়েছে রবি যাদব পরিচালিত সিরিজ ‘তালি‘। যেখানে ট্রান্সজেন্ডার শ্রীগৌরী সাওয়ান্তের ভূমিকায় অভিনয় করেছেন সুস্মিতা সেন। সিনেমার ট্রেলার দেখে প্রশংসা করেছেন অনুরাগীরা। কিন্তু কার সাথে প্রেম করছেন সুস্মিতা সেন? এ প্রশ্ন এখন সবার মনে? 

    সুস্মিতা সেনের অনুরাগীদের মনে একটাই প্রশ্ন। কার সঙ্গে ডেট করছেন তিনি। রোমান না ললিত? কেরিয়ারে উচ্চ সাফল্যের মধ্যেও বিয়ে করেননি সুস্মিতা সেন। কিন্তু দত্তক নিয়েছেন দুই কন্যা সন্তানকে। তাদের নাম আলিশা আর রেনে। বছরের শুরুতেই পলাতক ব্যবসায়ী ললিত মোদির সঙ্গে একাধিক ছবি ভাইরাল হয়েছিল সুস্মিতার। ললিতের সঙ্গে সম্পর্কের কথা স্বীকারও করেছিল সুস্মিতা।

    সে সময় অভিনেত্রীকে ‘গোল্ড ডিগার’ তকমা দেয় নেটিজেনরা। তবে সে প্রেম বেশিদিন স্থায়ী ছিল না। মাত্র কয়েক সপ্তাহ পরেই শুরু হয় বিচ্ছেদ জল্পনা। তার আগে ২০২২ সালের শেষের দিকে সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে সুস্মিতা রোমান শলের সঙ্গে ব্রেকআপের খবর জানিয়েছিলেন। কিন্তু গত বেশ কিছু দিন যাবৎ সেই রোমান শল ও সুস্মিতা সেনকে একসঙ্গে দেখা যাচ্ছে। যদিও সাক্ষাৎকারে নিজেকে সিঙ্গেল বলেই দাবি করেছেন সুস্মিতা সেন।

    সম্প্রতি এক সাক্ষাৎকারে সুস্মিতা সেন বলেন, “আমি সিঙ্গেল। আমার জীবনে স্বাধীনতা ছাড়া কিছুই গুরুত্বপূর্ণ না। কিন্তু কেউ যদি আমাকে ভালোরাখে তার থেকে ভালো আর কিছুই হয় না। কাউকে ভালোবাসতে গেলে নিজেকে ভালোবাসতে হবে। ভালোবাসা এটা না , যেটা আপনি দেখান বা অনুভব করেন। ভালবাসা হলো নিজেকে ভালোবাসা। নিজেকে ভালো রাখা।”

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img