23 C
New York
Sunday, July 6, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    অস্কার জয়ের পরেও পিজিয়নহোলড করে দেওয়া হয়েছিল , হলিউড নিয়ে বিস্ফোরক দাবি এ আর রহমানের

    নিজস্ব প্রতিনিধি , মুম্বাই – ২০০৯ সালে অস্কার জয়ী হন ভারতীয় সঙ্গীত পরিচালক এ আর রহমান। ভারতীয় প্রেক্ষাপটে নির্মিত হলিউডি ছবি ‘স্লামডগ মিলিয়নিয়ার‘-এর সঙ্গীত পরিচালনার জন্য এ আর রহমান দু’টি অস্কার জয় করেন। তারপরেও হলিউডে কাজ করতে পারেননি এ আর রহমান। কারণ হলিউডে এখনো বলিউডকে ছোটো নজরে দেখের প্রবনতা রয়েছে। এদিন এমনই বিস্ফোরক দাবি করলেন অস্কার জয়ী সঙ্গীত পরিচালক।

    হিন্দি ছবির পাশাপাশি দক্ষিণী ছবির সঙ্গে হলিউডেও কাজ করতে দেখা গেছে এ আর রহমানকে। কিন্তু অস্কার জয়ের পরে হলিউড তাকে অন্য আর কোনো কাজের জন্য ডাকেনি। আর ডাকলেও তাকে নাকি পিজিয়নহোলড করে দেওয়া হয়েছিল। এমনটাই এদিন দাবি করলেন রহমান।

    সম্প্রতি এক সাক্ষাৎকারে এ আর রহমান বলেন , হলিউডে যাওয়ার পর আমাকে বিশেষ ঘরানার বলে ‘দাগিয়ে দেওয়া’ হয়েছিল। হলিউডে একে ‘পিজিয়নহোলড’ বলা হয়। এই পিজিয়নহোলড’ কথার অর্থ হল , বিশেষ কোনো বিভাগে কাউকে দাগিয়ে দেওয়া। যদিও ‘১২৭ আওয়ারস’- এর মতো ছবিতে তাকে সঙ্গীত পরিচালনা করতে দেখা গেছে। ছবির সঙ্গীতও অনেকেরই পছন্দ। কিন্তু তারপর তাকে আর হলিউডে ডাকা হয়নি। 

    এপ্রসঙ্গে এ আর রহমান আরও বলেন,”শুধু মাত্র ভারতীয় ছবির সঙ্গে যোগাযোগ আছে এমন ছবির সঙ্গীত পরিচালক হিসাবে আমাকে ডাকা হতো। অন্যান্য ছবির জন্য হলিউডে অনেক সঙ্গীত পরিচালক আছে , আর তাদেরকেই সব কাজ দেওয়া হয় , কিন্তু আমাদের সেই কাজ দেওয়া হতো না। আর কিছুটা সেই কারণেই হলিউডে ভালোভাবে কাজ করতে পারিনি। আর এই সব দেখার পর নিজেরও খুব খারাপ লেগেছিল।”

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img