নিজস্ব প্রতিনিধি , কলকাতা – সম্প্রতি মিজোরামে কাজে গিয়ে মৃত্যু হয় এরাজ্যের ২৪ জন পরিযায়ী শ্রমিকের। আর এই ঘটনায় ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। আর এসবের মধ্যেই বেকার যুবক যুবতীদের জন্য ৫ লক্ষ টাকা ভবিষ্যৎ ঋণের ঘোষণা করলেন রাজ্য সরকার।
এর আগে অনেক বার বাইরে কাজে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বাংলার পরিযায়ী শ্রমিকদের। সেই কারণে রাজ্য সরকার বারবার বলেছে বিদেশ থেকে দেশে ফিরে এসে কাজ করুন। আর এর মধ্যেই এবার ‘ভবিষ্যৎ‘ স্মার্ট কার্ড চালু করলো সরকার। ‘ভবিষ্যৎ’ স্মার্ট কার্ড দিয়ে ব্যবসার জন্য ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন ইচ্ছুক ব্যক্তিরা। রাজ্য সরকার তাদের হয়ে গ্যারান্টার থাকবে। এ ছাড়াও ২৫ হাজার টাকার সিডমানিও দেবে রাজ্য। এই প্রকল্পের জন্য রাজ্য বাজেটে ৩৫০ কোটি টাকা বরাদ্দও করা হয়েছে।
ব্যবসায় ইচ্ছুক রাজ্যের যে কোনও ব্যক্তিই ‘ভবিষ্যৎ’ স্মার্ট কার্ডের জন্য আবেদন করতে পারেন। ওই ঋণের টাকায় হোটেল, দোকান বা অন্য যে কোনও ব্যবসা করা যাবে। এছাড়াও যাদের ইতিমধ্যেই ব্যবসা রয়েছে তারাও ব্যবসা বৃদ্ধির জন্য ঋণের আবেদন করতে পারেন। কিন্তু ঋণের জন্য আবেদন করার দু বছরের মধ্যেই শুরু করতে হবে ব্যবসা।
এই ঋণের জন্য গত ১০ বছর ধরে পশ্চিমবঙ্গে রয়েছেন এরকম ১৮ থেকে ৫৫ বছর বয়সী ব্যক্তি যারা এই স্কিমে আবেদন করতে পারেন। আবেদন করতে একটি পোর্টাল শীঘ্রই চালু করা হবে। আবার ‘ভবিষ্যৎ’ প্রকল্পের ৫ লক্ষ টাকা ঋণ পেতে এবার দুয়ারে সরকার শিবির থেকেও আবেদন করতে পারবেন রাজ্যের প্রাপ্তবয়স্ক বাসিন্দারা।