23 C
New York
Tuesday, July 8, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়া , ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

    নিজস্ব প্রতিনিধি , জাকার্তা – মঙ্গলবার সাতসকালে জোরালো ভূমিকম্প অনুভূত হল ইন্দোনেশিয়ায়। এই নিয়ে চলতি বছরে প্রায় ১১ বার ভূমিকম্প হল এই দ্বীপরাষ্ট্রে। ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এই বিষয়ে জানিয়েছে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার

    ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার সূত্রে খবর, এদিন ইন্দোনেশিয়ার উত্তরে ২০১ কিলোমিটার দূরে মাতারামে ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎসস্থল ছিল মাটি থেকে প্রায় ৫২৫ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.১। এখনও সুনামি সতর্ক বার্তা জারি করা হয়নি। ইতিমধ্যেই ভূমিকম্পের ভিডিও সোশ্যাল মিডিয়ায় অনেকেই পোস্ট করেছেন।

    প্রসঙ্গত , গত ২৫ অগাস্টেও তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে ইন্দোনেশিয়া। তবে তখন রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৪ এর আশপাশে ছিল। তখন ভূমিকম্পের উৎসস্থল ছিল সে দেশের তুয়াল শহরের ২৫৩ কিলোমিটারের পশ্চিম দক্ষিণ-পশ্চিমে। আর এবার সেই ধাক্কা সামলাতে না সামলাতেই ফের একবার তীব্র কম্পন ইন্দোনেশিয়ায়। যা নিয়ে রীতিমত আতঙ্কের সৃষ্টি হয়েছে সেদেশে।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img