23 C
New York
Tuesday, July 8, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    বক্স অফিসে সুপার ফ্লপ সিনেমা পেলো জাতীয় পুরস্কার , হতবাক সিনেপ্রেমীরা

    নিজস্ব প্রতিনিধি , কলকাতা – গত ২৪শে আগস্ট ২০২৩ সালে ৬৯ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করলেন কেন্দ্রীয় তথ্য সম্প্রচারক মন্ত্রক। এটি ভারতের সিনেমা ক্ষেত্রে সর্বোচ্চ পুরস্কার। সবাইকে তাক লাগিয়ে ফিচার ফিল্ম বিভাগে সেরা বাংলা ছবির পুরষ্কার পেলেন রাজদীপ পাল এবং শর্মিষ্ঠা মাইতি নির্দেশিত ছবি কালকক্ষ। 

    ২০২২ সালে ১৯ অগস্ট অরোরা ফিল্মসের প্রযোজনায় মুক্তি পেয়েছিলেন ‘কালকক্ষ‘। বক্স অফিসে তেমন কোনো প্রভাব ফেলতে না পারায়। সিনেমাটি সিনেমা হল থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। চমৎকার ঘটনা ঘটে গেলো এক বছরের মধ্যে। জাতীয় স্তরে পুরস্কার পাবার পর। আবারও সিনেমা হলে দেখা যাবে ‘কালকক্ষ’। এ বিষয়ে খুব খুশি পরিচালক, প্রযোজক এবং অভিনেতারাও।

    প্রযোজক আশাবাদী একটি সাক্ষাৎকারে বলেন,” সিনেমার স্ক্রিপ্ট শুনেই রাজি হয়ে গেছিলাম। বরাবরই নতুনদের নিয়ে কাজ করতে চাই। কিন্তু মুক্তির পর সিনেমাটির চলেনি ভালোভাবে। আমায় বলা হয় চেনা মুখ নেই ছবির ডিস্ট্রিবিউশন ভালো করে হবে না। জাতীয় পুরস্কার পাবার পর আমরা ঠিক করি যে আবার এই ছবি হলে নিয়ে আসব”।

    ছবির পরিচালকদ্বয় বলেন,” কালকক্ষ ছবি তৈরির পর একাধিক ফ্লিম ফেস্টিভ্যালে পাঠিয়েছিলাম। সর্বত্রই প্রশংসা পেয়েছিলাম। কিন্তু হলে মুক্তির পর বক্স অফিসে কোনো ব্যবসা করতে পারেনি বলে সরিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু জাতীয় পুরস্কারের পর ছবিটি অনেকে দেখতে চেয়েছেন। তাই আমরা আবার সিনেমা হলে নিয়ে আসি”।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img