নিজস্ব প্রতিনিধি , মালদহ – জমি বিবাদের জেরে মর্মান্তিক পরিণতি প্রতিবেশীর। গুলি করে খুন করার অভিযোগ উঠল অন্য এক প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচলে। মৃত যুবকের নাম সইদুল আলি (৩০)। বাড়ি চাঁচলের জালালপুর এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে পুলিশ। ঘটনার তদন্তে নেমেছে তারা। পলাতক অভিযুক্তের খোঁজ চালাচ্ছে তাঁরা। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
সূত্রের খবর , জমি সংক্রান্ত বিবাদের সূত্রপাত চার বছর আগের। বর্তমান এই নিয়ে মামলা চলছে আদালতে। এরপর হঠাৎই এদিন সইদুল আলি উপর চড়াও হয় অপর পক্ষের মুস্তাফার, আহাদ আলী, দুলাল মন্ডল নামে চারজন। এরপর বচসা থেকে হাতাহাতি হলে হঠাৎই গুলি চালিয়ে দেওয়া হয় সইদুল আলিকে। অভিযোগ এমনটাই। এই ঘটনায় মৃত্যু হয়েছে সইদুল আলির।
মৃত সইদূর আলির মামা জানান, আদালতে মামলা চলা সত্ত্বেও নিষ্পত্তি হবার আগেই আমার ভাগ্নেকে গুলি করে খুন করল। তবে এটা প্রথমবার নয়। এর আগেও অনেকবার চড়াও হয়েছে তারা। কিন্তু সব বারেই প্রাণে বেঁচেছে আমার ভাগ্নে। এবার আর পারল না। আমার ভাগ্নেকে খুন করল যারা তাদের শাস্তি চাই।