নিজস্ব প্রতিনিধি , ব্রাজাভিল – কঙ্গোর গির্জায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এর জেরে মৃত্যু হয়েছে কমপক্ষে ১৪ জনের। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার এই বিষয়ে জানিয়েছে কঙ্গো প্রশাসন।
সূত্রের খবর , কঙ্গোর পূর্বাঞ্চলীয় প্রদেশ ইতুরি শহরের এক গির্জায় হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। হামলার সময় বহু মানুষ প্রার্থনা করছিলেন। হামলার জেরে প্রাণ হারিয়েছেন ১৪ জন। এর মধ্যে ৯ জন বেসামরিক নাগরিক, ৪ জন হামলাকারী এবং ১ জন সেনা।
ডজুগু অঞ্চলের প্রশাসক রুফিন মাপেলা এবং নাগরিক সমাজের নেতা ডিউডোন লোসা এই হামলার বিষয়ে জানিয়েছেন। ইতুরির সেনাবাহিনীর মুখপাত্র জুলেস এনগোঙ্গো শিকুদি সাধারণ মানুষকে শান্ত থাকার আহ্বান করেছেন।