নিজস্ব প্রতিনিধি , ইসলামাবাদ – চলতি মাসের শুরুতে তোষাখানা মামলায় বড়সড় ধাক্কা খেয়েছিলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী তথা পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর প্রধান ইমরান খান। এই মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় ৩ বছরের জেল, ৫ বছর নির্বাচনে দাঁড়ানোয় নিষেধাজ্ঞা ও ১ লক্ষ টাকা জরিমানা করা হয় তার। বর্তমানে জেলে রয়েছেন ইমরান খান। মঙ্গলবার স্বস্তি পেলেন তিনি। ইমরান খানকে জামিন দেওয়ার নির্দেশ দিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট।
এদিন নিম্ন আদালতে ইমরান খানের রায়ে স্থগিতাদেশ দিয়েছে ইসলামাবাদ হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সঙ্গে তাকে জামিন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকাকালীন বিভিন্ন দেশ থেকে পাক সরকার যে উপহার পেয়েছিল সে গুলো নিজের বাড়িতে এবং অবৈধভাবে বিক্রি করেছিলেন ইমরান।
এই নিয়ে তার বিরুদ্ধে তোষাখানা মামলা করা হয়। তোষাখানা মামলায় ইমরানকে দোষী সাব্যস্ত করে পাকিস্তানের জেলা ও দায়রা আদালত। আদালতের এই রায়ের পরই জামান পার্কে তার বাসভবনে যায় পুলিশ। সেখানে ইমরানকে গ্রেফতার করে পাক পুলিশ।