নিজস্ব প্রতিনিধি , দিল্লি – মঙ্গলবার আমজনতার জন্য সুখবর শোনাল কেন্দ্রীয় সরকার। উজ্জ্বলা প্রকল্পের আওতায় থাকা রান্নার গ্যাসের দাম কমবে ৪০০ টাকা এবং বাকি গ্রাহকদের ক্ষেত্রে দাম কমবে ২০০ টাকা। একযোগে গ্যাসের দাম লোকসভা নির্বাচনের আগে মাস্টারস্ট্রোক দিল মোদি সরকার। তবে গ্যাসের দাম কমানোর ঘোষণার পরেই পাল্টা মোদি সরকারকে কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে মমতা বলেন,’মাত্র ২ টো বৈঠক হয়েছে। তাতেই ভয় পেয়ে গেছে। এটাই ইন্ডিয়া জোটের ক্ষমতা’।
উজ্জ্বলা প্রকল্পের আওতায় থাকা রান্নার গ্যাসের দামে ২০০ টাকা থেকে ৪০০ টাকা ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে কেন্দ্র সরকার। এই বিষয়ে ঘোষণা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। তিনি বলেছেন, ‘এই সিদ্ধান্তের সঙ্গে লোকসভা নির্বাচনের কোনও সম্পর্ক নেই। দেশের ৩৩ কোটি ব্যবহারকারীকে সুবিধা দেওয়ার লক্ষ্যে এই ছাড় দেওয়া হচ্ছে’।
উল্লেখ্য , কেন্দ্রীয় সরকারের অন্যান্য জনপ্রিয় প্রকল্প গুলির মধ্যে অন্যতম হলো এই উজ্জ্বলা প্রকল্প। প্রকল্পটি শুরু হয় ২০১৬ সালে। মূলত এই প্রকল্পে দারিদ্র্যসীমার নিচে অর্থাৎ বিপিএল আওয়াভুক্ত পরিবারগুলোকে বিনামূল্যে এলপিজি সংযোগ দেয় কেন্দ্রীয় সরকার। এই প্রকল্পের গ্রাহকরা বছরে মোট ১২টি LPG সিলিন্ডারে ভর্তুকি পেতে পারেন৷ প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা ২০১৬ সালে শুরু হয়।
তবে এই প্রসঙ্গে বলে রাখা ভালো, দিল্লিতে এখন ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১১০৩ টাকা। মুম্বইয়ে সিলিন্ডারের দাম ছিল ১১০২.৫০ টাকা, কলকাতায় ১১২৯ টাকা এবং চেন্নাইতে ১১১৮ টাকা। সুতরাং মধ্যবিত্তদের জন্য এখনই কোনো স্বস্তির খবর নেই।