23 C
New York
Sunday, July 6, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    পুর নিয়োগ দুর্নীতির তদন্তে গঠন সিট , ইডিকে তীব্র ভৎসনা বিচারপতির

    নিজস্ব প্রতিনিধি , কলকাতা – রাজ্যে একাধিক নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের ‘রোষানলে’ পড়েছে রাজ্য। এবার যোগ হল পুর নিয়োগ দুর্নীতি মামলা। মঙ্গলবার এই মামলায় শুনানিতে হাইকোর্ট নির্দেশ দিল প্রাথমিক নিয়োগ দুর্নীতি-তদন্তে গঠিত সিবিআই সিট-ই তদন্ত করবে পুর নিয়োগ দুর্নীতির। পাশাপাশি বিচারপতি অমৃতা সিনহা জানান, এবার পুর নিয়োগ দুর্নীতির তদন্ত হাইকোর্টের নজরদারিতেই হবে।

    সূত্রের খবর , মঙ্গলবার পুর নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তকারী অফিসার সুনীল সিংহ রাওয়াতকে সিটে অন্তর্ভুক্ত করে কলকাতা হাইকোর্ট। এদিন মামলার শুনানি চলাকালীন সিবিআই তদন্তের অগ্রগতি নিয়ে বিচারপতি অমৃতা সিনহা বলেন, ‘টাকা কোথায় গেল ? দুর্নীতির মাথায় কে ? আপনারা নীচ থেকে উপরে উঠছেন, উপর থেকে নীচে নামতে অসুবিধা কোথায় ? আপনাদের কে বাধা দিচ্ছে ?’ 

    এখানেই শেষ নয়। বিচারপতি বলেন, “আপনাদের তদন্তে কি আদৌ কোনও অগ্রগতি আছে? একই ধরনের সব রিপোর্ট দিচ্ছেন, পুরনো তথ্যে ভরা ! নতুন অগ্রগতি কোথায়? শুধুমাত্র পঞ্চায়েত নির্বাচনের সময় একটু হুড়োহুড়ি হল, তারপর আবার ঘুমিয়ে পড়লেন?”

    এদিন মামলার শুনানি চলাকালীন একাধিক বিষয় নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি অমৃতা সিনহা। প্রশ্ন তোলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের দুর্নীতি নিয়েও। বিচারপতি বলেন, “মানিক ভট্টাচার্য তো একা এই দুর্নীতি করেননি। তিনি ছাড়াও আরও ব্যক্তি আছে। কী ব্যবস্থা নিচ্ছেন?” অন্যদিকে, সিবিআইয়ের আইনজীবী উত্তরে বলেন, “এটা একটা ঠান্ডা মাথায় করা দুর্নীতি। জাল ওয়েবসাইট তৈরি করা হয়েছিল। নতুন রিপোর্টে আরও কয়েকজনের নাম পেশ করা হয়েছে।”

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img