নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর – সাত সকালে ভয়াবহ পথ দুর্ঘটনার সাক্ষী হলদিয়া। বেপরোয়া ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুজনের। আহত হয়েছেন আরও দুজন। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে দুর্গাচক থানার পুলিশ। মৃতদেহগুলি উদ্ধার করে ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে খবর সূত্রের। এই ঘটনার প্রতিবাদে রাস্তা আটকে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখান স্থানীয়রা। যার জেরে ব্যাহত হয় যান চলাচল। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
সূত্রের খবর , মঙ্গলবার সকাল ৭ টা নাগাদ হলদিয়া-মেচেদা রাজ্য সড়কে বেপরোয়া একটি ট্রাক এসে ধাক্কা মারে কয়েকজন পথ চলতি মানুষের ওপর। অভিযোগ, ট্রাকের গতি বেশি থাকায় চালক তা সামলে না পেরে পথচারীদের গিয়ে ধাক্কা মারে। এই ঘটনায় এক মহিলা এবং এক সাইকেল আরোহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। অন্যদিকে, পথচলতি আরও দুজনকে ধাক্কা মারে ওই ট্রাকটি।
পুলিশ সূত্রের খবর , ট্রাকের বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। ট্রাকের চালকের খোঁজ চালাচ্ছে পুলিশ। মৃতদের দেহ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃতেরা হলেন, বাসুলিয়ার বাসিন্দা শেখ হোসেন আলি (৪২) এবং ভাগ্যবন্তপুরের বাসিন্দা নীলিমা কালসা (৫৫)। অন্যদিকে গুরুতর জখম হয়েছেন এক মহিলা এবং এক ব্যক্তি। তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
স্থানীয়দের অভিযোগ , সকালের খুব বেশি নজরদারি থাকেনা। এই কারনে মালবাহী গাড়িগুলোর গতি থাকে বেপরোয়া। আর এই কারনেই আজকের এই দুর্ঘটনা। এমনকি এত জনকে ধাক্কা মেরেও গাড়ির গতি থামাননি ওই চালক। প্রশাসনের কাছে এই শিল্পাঞ্চলের এলাকাগুলোতে আরও নজরদারি বাড়ানোর আর্জি জানিয়েছে স্থানীয় বাসিন্দারা।