23 C
New York
Sunday, July 6, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    সঙ্গীকে নিয়ে ঘনিষ্ট ছবি পোস্ট , নেটিজেনদের তীব্র কটাক্ষের শিকার রিয়া চক্রবর্তী

    নিজস্ব প্রতিনিধি , নয়াদিল্লী – বলিউডে সবচেয়ে বিতর্ক নামের মধ্যে অন্যতম নাম রিয়া চক্রবর্তী। ২০২০ সালের জুন মাসের পর থেকে সিনেমায় কম , বিতর্কে বেশি দেখা গেছে রিয়া চক্রবর্তী। অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের আত্মহত্যার পর রিয়া চক্রবর্তীকে দোষী বানিয়ে ছেড়েছিলেন নেটিজেনরা। এরমধ্যে এদিন সোশ্যাল মিডিয়ায় ভাইয়ের সঙ্গে ছবি পোস্ট করার পরই ফের কটাক্ষের মুখে রিয়া চক্রবর্তী।

    ২০২০ সালের ১৪ জুন নিজের মুম্বইয়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের ঝুলন্ত দেহ। তারপর থেকেই অভিনেতার পরিবারের পক্ষ থেকে একের পর এক এফআইআর দায়ের করা হয়। তাকে মাদক দেওয়া , তার টাকা নিয়ে ফুর্তি করা এসব অভিযোগ তো ছিলই , পাশাপাশি অভিনেতা অবসাদে ভুগতেন , তা শুধুমাত্র রিয়ার জন্যই। এমনটাই দাবি ছিল সুসন্তের পরিবারে। এমনকি মাদক মামলায় হাজতবাস করতে হয় রিয়াকে। 

    এরপর কেটে গেছে প্রায় অনেকগুলি বছর। অভিনেত্রী স্বাভাবিক ছন্দে ফিরেছেন অভিনেত্রী। প্রায় চার বছর পর ক্যামেরার সামনে এলো রিয়া চক্রবর্তী। সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর থেকেই তাকে নিয়ে সব সময়ই বিতর্ক হয়েছে। অভিনেতার প্রেমিকা হওয়ায় দোষারোপ করা হয়, আবার কখনো মাদক মামলায়তেও যেতে হয় জেলে। সম্প্রতি এমটিভির জনপ্রিয় শো ‘রোডিজ সিজন ১৯‘ গ্যাং লিডারের ভূমিকায় দেখা যাচ্ছে। এই চ্যানেল থেকেই ক্যারিয়ার শুরু করেন রিয়া। রোডিজের এই সিরিজের নাম ‘কর্ম কা কাণ্ড’। তাঁর শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘চেহরে’। 

    গতকাল সোশ্যাল মিডিয়ায় ভাই সৌভিকের জন্মদিনে শুভেচ্ছা ছবি পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই ফের বিতর্কিত রিয়া চক্রবর্তী। ছবিতে দেখা গেল স্যুইমিং পুলে পা ডুবিয়ে বসে ভাই ও বোন। ভাইকে জড়িয়ে ধরে আছেন অভিনেত্রী। রিয়া ক্যাপশনে লিখেছেন, ‘আমার ছোট ভাইয়ের জন্য কৃতজ্ঞতা। শুভ শুভ আমার যোদ্ধা।’

    কিন্তু নেটিজেনরা ভালো চোখে নেয়নি ভাই বোনের সম্পর্ক। পোস্ট নিয়ে রীতিমতো ট্রোলড হয়েছে অভিনেত্রী। কেউ কেউ সেই পোস্টে কমেন্ট করে লিখেছেন,” ‘নতুন ছেলে পেয়েছেন?’, ‘আগে থেকেই রেস্ট ইন পিস!’ রিয়াকে যেকোনো উপায়ে কটাক্ষ করছেন নেটিজেনরা।

    তবে কেউ কেউ বলেছেন, ” ‘সৌভিক ওঁর ভাই’, ‘মানুষের ভাবনা কতটা নিচে নেমে গেছে তা বলার বাইরে”। বলিউডের অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা শুভেচ্ছা জানিয়েছেন।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img