23 C
New York
Monday, July 7, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    অবশেষে প্রকাশ্যে এলো দ্য আর্চিস মুক্তির ডেট , সুহানার কীর্তিকলাপে হতবাক নেটিজেনরা

    নিজস্ব প্রতিনিধি , মুম্বাই – সব অপেক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেতে চলেছে ‘দ্য আর্চিস’। বলিউডে স্টার কিডদের নিয়ে সমালোচনা শেষ হয় না বললেই চলে। তবে গতকালের পর এখন আবার জোয়া আখতার পরিচালিত ‘দ্য আর্চিস’ ফের সমালোচনার কেন্দ্রবিন্দুতে। বলিউডের একাধিক স্টার কিডদের দেখা যাবে এই সিনেমায়। এদিন জল্পনার পর অবশেষে জানা গেলো ‘দ্য আর্চিস’ ছবির রিলিজ ডেট।

    টাইগার বেবি প্রোডাকশন্স দ্বারা আমেরিকান কমিক ধারাবাহিকের উপর ভিত্তি করে নির্মিত এই ‘দ্য আর্চিস’ সিনেমা। পোস্টার রিলিজ হবার পর থেকেই জল্পনা ছিল তুঙ্গে। এই ছবির হাত ধরেই বলিউডে আত্মপ্রকাশ করছেন তিনজন স্টার কিড। শাহরুখ-গৌরী কন্যা সুহানা খান , শ্রীদেবী ও বনি কাপুরের ছোট মেয়ে খুশি কাপুর ও বচ্চনের নাতি অগস্ত্য নন্দা। এছাড়াও ছবিতে যুবরাজ মেন্ডা, মিহির আহুজা, অদিতি সেইগল ও বেদাঙ্গ রাইনাকে দেখা হবে।

    এদিন ছবির টিম জানিয়েছেন , আর মাত্র ১০০ দিন পর আগামী ৭ই ডিসেম্বর নেটফ্লিক্সে স্ট্রিমিং শুরু হবে ‘দ্য আর্চিস’ ছবির। নেটিজেনদের অনেকে ‘দ্য আর্চিস’-কে ‘নেপোটিজমের আঁতুরঘর’ও বলেছেন। এদিকে ছবির মুক্তির ঘোষণার পরই মুম্বইয়ের রাস্তায় নেমে নাচ শুরু করেন শাহরুখ কন্যা সুহানা। তা দেখার পর এদিন বেশ কিছুটা হতবাক হয়েছে নেটিজেনরা।

    ইতিমধ্যেই অভিনেতা অভিনেত্রীরা তাদের সোশ্যাল মিডিয়া মারফত এই খবর জানিয়ে দিয়েছেন। সেই সমস্ত পোস্টে বলিউড তারকা এবং অনেক অনুরাগীরা অভিনন্দন জানিয়েছেন। ছবির গল্প আমেরিকা কমিক ‘দ্য আর্চিস’ থেকে অনুপ্রাণিত।চরিত্রগুলোকে গড়ে তোলা হয়েছে ৬০-এর দশকের ভারতের প্রেক্ষাপটে। বন্ধুত্ব আর ত্রিকোণ প্রেমের রসায়নই এই কমিকের মূল আকর্ষণ।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img