23 C
New York
Sunday, July 6, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    আগামীকাল হাজিরার জন্য মেলেনি নোটিশ , রাখি বন্ধনের অনুষ্ঠানে মাতোয়ারা সুজিত বসু 

    নিজস্ব প্রতিনিধি , কলকাতা – আজ রাখিবন্ধন। দেশজুড়ে পালিত হচ্ছে এই পবিত্র উৎসব। এদিন লেকটাউনের দক্ষিনদাড়িতে নিজের বিধানসভা এলাকায় রাখিবন্ধন উৎসবে সামিল হলেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। নিজের এলাকায় রাখিবন্ধন উৎসবে সামিল হয়ে রাখি পড়েন তিনি। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় তদন্তকারী দলের তলব নিয়ে মুখ খুললেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। জানিয়েছেন , এখনও কোনো নোটিশ না পাওয়ার কথা।

    সূত্রের খবর , বুধবার দক্ষিনদাড়িতে আয়োজিত রাখিবন্ধনের একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। এদিন একদিকে যেমন তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলাদের হাত থেকে রাখি পড়েন তেমনি দলীয় কাউন্সিলর থেকে স্থানীয় বিভিন্ন ধর্মের মহিলাদের হাত থেকে রাখি পড়েন। মন্ত্রীকে মিষ্টি মুখও করান তারা। এরপর সাংবাদিকদের মুখোমুখি হন সুজিত বসু। বলেন, ‘এখনও পর্যন্ত হাজিরা দেওয়ার জন্য সিবিআইয়ের কোনো নোটিস পাইনি’।

    তবে সিবিআই সূত্রের খবর , আগামী ৩১ আগস্ট তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে। বৃহস্পতিবার সকাল ১১টায় নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে বিধাননগরের তৃণমূল বিধায়ক ও দমকল মন্ত্রী সুজিত বসুকে। গত ১৭ আগষ্টই তাকে তলবের নোটিশ পাঠিয়েছে সিবিআই। এমনটাই খবর পাওয়া গেছে সিবিআই সূত্রে।

    প্রসঙ্গত , ২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে রাজ্যের একাধিক পুরসভায় নিয়োগে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ ওঠে। আর সেই সময়ে দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন বর্তমান দমকল মন্ত্রী ও বিধাননগরের তৃণমূল বিধায়ক সুজিত বসু।  এবার সেই দূর্নীতি মামলায় সিবিআই তলব করল সুজিত বসুকে।এই প্রথমবার পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্য়ের কোনও মন্ত্রীকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এখন দেখার সুজিত বসুর থেকে কোন কোন তথ্য পাওয়া যায়। বা আদৌ কোনো তথ্য পাওয়া যায় কি না।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img