নিজস্ব প্রতিনিধি , ওয়াশিংটন – জেল জরিমানা বিতর্কি যেন ট্রাম্পের জীবনের এক একটা অঙ্গ। গত ২০২০ সালের নির্বাচনে কারচুপি মামলায় চলতি সপ্তাহেই দোষী সাব্যস্ত হয়েছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই মামলার রায়ের পর আটলান্টার জর্জিয়ার আদালতে আত্মসমর্পণও করেন তিনি। যদিও গ্রেফতার হওয়ার ৩০ মিনিটের মধ্যে শর্তসাপেক্ষে জামিন হয় ট্রাম্পের। এরমধ্যেই এবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ‘পাগল’ বলে কটাক্ষ করলেন ট্রাম্প। এমনকি তিনি দাবি করলেন , বাইডেনের জন্যই ঝুঁকি বাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধেরও।
এদিন সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘জো বাইডেন শুধুমাত্র বোবা এবং অযোগ্য নয়। আমার বিশ্বাস তার মাথাও খারাপ হয়ে গেছে। ওর পরিবেশ, সীমান্ত এবং অস্ত্রনীতি দেশকে ভয়ঙ্কর ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে। এই লোকটার মানসিক সমস্যা আমাদের দেশকে নরকের দিকে নিয়ে যাচ্ছে। আমি নিশ্চিত এই পরিস্থিতি তৃতীয় বিশ্বযুদ্ধে গিয়ে শেষ হতে চলেছে’।
তবে ট্রাম্পের এই মন্তব্যকে পাত্তা দিতে নারাজ বাইডেন। যদিও তিনি কোনো উত্তরও দেননি। আমেরিকা জুড়ে আভাস ভাসছে আগামী নির্বাচনে ট্রাম্প নাকি আবার প্রেসিডেন্ট পদে লড়াইতে নামবেন। তবে তার ইচ্ছা আদৌও সফল হবে কি না তা নিয়ে গভীর প্রশ্ন থাকছে। কারণ আমেরিকার ইতিহাসে এই প্রথমবার দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন ট্রাম্প। শুধু তাই নয় , একাধিক মামলায় অভিযুক্ত রয়েছেন তিনি।