23 C
New York
Tuesday, July 8, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    ভারতের ম্যাপ বিতর্কের মধ্যেই চীন সফরে পুতিন

    নিজস্ব প্রতিনিধি , মস্কো – গতকালই তীব্র বিতর্ক তৈরি করে ভারতের বিস্তর ভুখন্ডকে নিজেদের বলে দাবি করে ম্যাপ প্রকাশ করেছে চীনা প্রশাসন। যদিও তার যথাযথ উত্তর দিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এরমাঝেই ভারতের অন্যতম বন্ধুরাষ্ট্র রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীন সফরে যাচ্ছেন আগামী অক্টোবরেই চীন সফরে যাবেন ভ্লাদিমির পুতিন।

    সূত্রের খবর , সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আমন্ত্রণ জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট জিনপিং। তার আমন্ত্রণে সাড়া দিয়েছেন পুতিন। এরপর রুশ প্রেসিডেন্ট সিদ্ধান্ত নিয়েছেন আগামী অক্টোবর মাসে চীন সফরে যাবেন। ভারতের ম্যাপ নিয়ে বিতর্কের পরিস্থিতিতে পুতিনের চীন সফরকে বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞমহল। তবে রুশ প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল কিছুদিন আগে। কিন্তু সে সবকে পাত্তা দেননি পুতিন।

    উল্লেখ্য , রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে ইউক্রেনের শিশুদের অধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের ভিত্তিতে গত মার্চ মাসে তাকে গ্রেফতার করার নির্দেশ দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ দমন আদালত তথা আইসিসি। কিন্তু পরোয়ানা জারির পর থেকেই বেশকিছু আর প্রকাশ্যে দেখা যায়নি পুতিনকে। চলতি বছরের জুলাই মাসে রাশিয়াতে সেনা অভ্যুর্থনেরও সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু সব কিছুই যেন পুতিনের তৈরি ছক বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। কারণ গ্রেফতারি পরোয়ানার বিতর্ক স্তিমিত হতেই স্বমহিমায় দেখা যাচ্ছে পুতিনকে।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img