23 C
New York
Sunday, July 6, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    যাদবপুরের র‌্যাগিং রোগ এবার বাংলাদেশেও , বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত ৬ পড়ুয়া

    নিজস্ব প্রতিনিধি , ঢাকা – যাদবপুরের পর এবার বাংলাদেশের বিশ্ববিদ্যালয়েও র‌্যাগিং রোগ। তবে অভিযোগ উঠতেই র‌্যাগিংয়ের জেরে বহিস্কার করা হলো ৬ জন পড়ুয়াকে। ঘটনাটি ঘটেছে দিনাজপুরের হাজি মহম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। এই ঘটনায় রীতিমতো তোলপাড় পরিস্থিতি তৈরি হয়েছে গোটা দেশে। কারণ এরআগে বাংলাদেশের শিক্ষাঙ্গনে এই ধরণের অভিযোগ ওঠেনি। এদিকে এই ঘটনার তীব্র আতঙ্কিত হয়ে পড়েছে জুনিয়র পড়ুয়ারা।

    সূত্রের খবর , চলতি আগস্ট মাসের শেষ সপ্তাহে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন নবাগত পড়ুয়াদের ক্যাম্পাস ও আবাসিক হস্টেল সংলগ্ন এলাকায় বিভিন্ন ভাবে শারীরিক-মানসিক হেনস্থা করা হয়। কলেজের সিনিয়রদের বিরুদ্ধেই মূলত এই অভিযোগ। এরপরই র‌্যাগিংয়ের শিকার ওই শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষেদের কাছে অভিযোগ জানায়। অভিযোগ পাওয়া মাত্রই তদন্ত শুরু করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তদন্তে প্রত্যেক অভিযুক্তর বিরুদ্ধে একাধিক প্রমাণ খুঁজে পান তারা। এরপরই অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে কলেজ কর্তৃপক্ষ।

    ইতিমধ্যেই র‌্যাগিংয়ে জড়িত থাকা ৬ জন শিক্ষার্থীকে শিক্ষা কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে। তবে আজীবন নয় , নির্ধারিত মেয়াদে ৬ পড়ুয়াকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে আরও ৩ পড়ুয়াদের সতর্ক করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। এবিষয়ে এদিন বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সাইফুর রহমান স্বাক্ষরিত চিঠি সেই ৯ জন শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিয়েছে। এমনকি অভিযুক্তদের পরিবারকেও গোটা বিষয় জানানো হয়েছে।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img