23 C
New York
Tuesday, July 8, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    রেকর্ড গড়ে ৫০০ কোটি পার , বৈষ্ণদেবীর মন্দিরে পুজো দিয়ে গদর-২কে থামাতে ময়দানে নামছে জাওয়ান

    নিজস্ব প্রতিনিধি , মুম্বাই – গত ১১ই আগস্ট অনিল শর্মার পরিচালনা এবং প্রযোজনায় মুক্তি পেয়েছে ‘গদর-২‘। মুক্তির পর থেকেই তীব্র আলোড়ন সৃষ্টি করে রমরমিয়ে ব্যবসা করে চলেছে সানি দেওয়লের এই ছবি। একের পর এক ব্লকবাস্টার ছবির রেকর্ড ভেঙে দিচ্ছে এই গদর-২। এদিন ৫০০কোটির ক্লাবে পৌঁছে কেজিএফ-২ এর রেকর্ডও ভেঙে দিয়েছে গদর-২। সানির এই সিনেমার সামনে সুপার ফ্লপ হয়েছে ড্রিমগার্ল-২ও। এরপরই সিনেপ্রেমীদের মনে একটাই প্রশ্ন তবে কোথায় গিয়ে থামবে গদর-২। প্রশ্ন উঠতেই সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়েছে কিং খানের ‘জওয়ান‘ নিয়ে। যার প্রভাবও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া ছাড়াও গোটা ভারতে ছড়িয়ে পড়েছে। প্রশ্ন উঠছে বাদশার সামনে কতটা টিকতে পারবে সানি?

    এই বিতর্কের মধ্যেই আজ সারা দেশজুড়ে পালিত হচ্ছে রাখীবন্ধন উৎসব। সানি দেওয়লের ‘গদর-২’ দেখার জন্য সিনেমা হলে উপচে পড়ছে ভিড়। প্রেক্ষাগৃহে ভক্তদের সঙ্গে দেখা করতেও যান সানি। তার মহিলা ভক্তরা এবং খুদে অনুরাগীরা তাকে দেখে রীতিমত চমকে যান। এই সময়ই তারা তাকে রাখী বেঁধে দেন একাধিক ভক্ত। সানি দেওয়লও রাখী বেঁধে বোনদের প্রতিও ভালোবাসা বর্ষণ করেছেন। রাখী বেঁধে ভক্তদের উপহারও দেন তিনি। মুম্বইয়ের একটি প্রেক্ষাগৃহে ধরা পড়েছে সেই দৃশ্য।

    এদিন সন্ধ্যার পরেও তারা সিং আর সাকিনার সেই পুরোনো প্রেম কথা দেখতে হলে উপচে পড়ছে ভিড়। গত ২২ বছর তাদের প্রেম দেখে মুগ্ধ হয়েছিল ভক্তরা। যার সামনে টিকতে পারেনি একসঙ্গে মুক্তি পাওয়া বাকি দুটো ছবিও। আয়ের হিসেব বলছে ‘গদর-২’ সানি দেওয়লের সিনেমা জীবনে সবচেয়ে আয়করী সিনেমা।

    এদিকে আগামী ৭ই সেটেম্বের মুক্তি পেতে চলেছে অ্যাটলির পরিচালনায় ‘জওয়ান’। প্রিভিউ রিলিজ হবার পর থেকেই উচ্ছাসে ফুটছে বাদশা অনুরাগী সহ গোটা বিশ্ব। ঝড়ের বেগে ভাইরাল হয়েছে শাহরুখের লুক। মুভি দুটির ফিকশন অনেকই একইরকম। শোনা যাচ্ছে সারা বিশ্ব থেকে ছয়জন অ্যাকশন ডিরেক্টরকে নিয়ে এসেছেন নির্মাতারা।

    দীর্ঘ চার বছর পর সিনেমায় ফিরেছেন কিং খান। চলতি বছরের শুরুতেই বাদশার ‘পাঠান’ ছবি মাত্র ১৩ দিনের মধ্যে ৫০০ কোটির ওপর ব্যবসা করে ফেলেছিল। যা ছিল ২০২৩ এর সবচেয়ে আয়করী সিনেমা। সেই রেকর্ড ভাঙতে যাচ্ছে ‘গদর-২’। মুম্বইয়ের কিছু কিছু সিনেমা হলে ইতিমধ্যেই ‘জওয়ান’- এর প্রি-বুকিং শুরু হয়ে গিয়েছে। ওপেন হবার কিছুক্ষণের মধ্যেই সোল্ড আউট টিকিট। এমনকি ভক্তরা ১৫০০-২০০০ টাকা দিয়েও টিকিট কাটছে।

    ভারত-পাক দ্বন্দ নিয়ে তৈরি গদর-২ সিনেমা মুক্তির পর দুই দেশেতেই শোরগোল ফেলেছে। তেমনি সিনেমা নিয়েও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় বইছে। সানি দেওয়লের অনুরাগীদের সঙ্গে কিং খানের অনুরাগীদের ইতিমধ্যে শুরু হয়েছে চরম দ্বন্দ্ব। এখন এটাই দেখার যে ‘জওয়ান’ মুক্তি পাবার পর কি আদৌও টিকবে ‘গদর-২’? নাকি সানি দেওয়লের মুভির কাছে হেরে যাবেন কিং খান।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img