নিজস্ব প্রতিনিধি , কলকাতা – দুর্গাপুজোর বাকি মাত্র আর কিছু দিন। বাতাসে পুজোপুজো ভাব। ইতিমধ্যেই সকলেই শপিং করা শুরু করে দিয়েছেন। খুঁটিপুজোও শুরু হয়ে গেছে ক্লাবে ক্লাবে। এখন চারদিকেই প্যান্ডেলে প্যান্ডেলে থিমের রমরমা। আর মহালয় দিন থেকেই বাঙালির আবেগ শুরু হয়। পুজোয় জোড়া চমক কোয়েল মল্লিকের।
সকালে বাঙালির ঘুম ভাঙে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের গলার আওয়াজে। আর তারপর টিভি খুলে মহিষাসুরমর্দিনী দেখতে বসা। কোন চ্যানেলে কোন অভিনেত্রী দুর্গার চরিত্রে দেখা যাবে সেই নিয়ে অধীর আগ্রহে বসে থাকেন অনুরাগীরা। রাখির দিন সোশ্যাল মিডিয়ায় স্টোরি দিয়ে দেয় একটি স্ক্রিপ্টের যাতে পার্বতীর ডায়লগ হাইলাইট করা। ক্যাপশনে লেখা,‘মহালয়া #স্টার জলসা’।
দু বছর আগে কালার্স বাংলা চ্যানেলে দুর্গা হিসেবে দেখা যায় কোয়েলকে। দেবী দুর্গার চরিত্রে বরাবরই কোয়েলকে পছন্দ করেছেন দর্শকরা। সঙ্গে পুজোয় আসছে পরিচালক অরিন্দম শীল ও প্রযোজক ক্যামেলিয়া প্রযোজনা সংস্থার কোয়েলের ‘মিতিন মাসি’। যার শুটিং মাসখানেক আগেই শুরু হয়ে গেছে। মহিলা গোয়েন্দা চরিত্রে দেখা যাবে কোয়েলকে।