23 C
New York
Tuesday, July 8, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    মোতায়েন ৩০ কোম্পানির কেন্দ্রীয় বাহিনী , প্রচারের শেষ লগ্নে ধূপগুড়িতে ঝড় তুললো তৃণমূল

    নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি – ধূপগুড়ি বিধানসভা নির্বাচন দরজায় কড়া নাড়ছে। আগামী ৫ সেপ্টেম্বর চলবে ভোট গ্রহণ পর্ব। আর তাই শেষ মুহূর্তের প্রচার সারতে ব্যস্ত সমস্ত রাজনৈতিক দল। সেই তালিকায় রয়েছে রাজ্যের শাসক দল তৃণমূলও। বুধবার সকাল থেকেই তাদের প্রচার পর্ব ছিল চোখে পড়ার মতো। এদিন ভোট প্রচারে অংশগ্রহণ করেছিলেন বনদপ্তরের প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা। ভোট প্রচারে গিয়ে কথা বলেন চা বাগানের শ্রমিকদের সঙ্গে।

    সূত্রের খবর , এদিন দুপুর থেকে বানারহাট এলাকায় প্রচার চালান বনদপ্তরের প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা। প্রচারে গিয়ে চা বাগানের শ্রমিকদের সঙ্গে গিয়ে কথা বলেন তিনি। তাদের সুবিধা অসুবিধার কথা শোনেন। পাশে থাকার আশ্বাস দেন। এদিন বীরবাহা হাঁসদার সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায়, জেলা পরিষদের সদস্য বিমল মাহালি, বানারহাট ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সাগর গুরুং সহ অনেকে। 

    ভোট প্রচারে গিয়ে প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা বলেন, তৃনমূলকে জেতাতে হবে আমাদের মতো আদিবাসী মানুষদের জন্য। কারন বিজেপি ক্ষমতায় এলে আদিবাসী সম্প্রদায়কে শেষ করে দেবে। মোদি সরকার শুধুই ধনীদের কথা ভাবে। এখানে দিনের পর দিন জিনিসপত্রের দাম বাড়ছে। আমরা পশ্চিমবঙ্গে মমতা সরকারের ছত্রছায়ায় আছি সেখানে তিনি সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়ান। চালু করেছেন দুয়ারে সরকার। তাই তৃণমূল সরকারের হাত আমাদেরকেই শক্ত করতে হবে।

    অন্যদিকে , ধূপগুড়ি উপনির্বাচনের জন্য ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে চলেছে কমিশন। সূত্রের খবর , এরআগে মোতায়েন করা হয়েছিল ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এবার আরও ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে ধূপগুড়িতে। ৫ সেপ্টেম্বর ভোট গ্রহণ পর্ব চলবে। ফলাফল ঘোষণা হবে ৮ সেপ্টেম্বর।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img