নিজস্ব প্রতিনিধি , দিল্লি – ‘INDIA‘ জোটের বৈঠকে যোগ দিতে বুধবার দুপুরে কলকাতা থেকে মুম্বাই পৌঁছেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বৈঠক তো কাল। তার এক গুরুত্বপূর্ণ কাজ সারলেন মমতা। নিমন্ত্রণ রক্ষা করলেন বচ্চন পরিবারের। দুই বচ্চন অর্থাৎ অমিতাভ ও অভিষেককে রাখী পড়ালেন তিনি। এখানেই শেষ নয়। এ বার বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোতে আমন্ত্রণ জানিয়ে এলেন বচ্চন পরিবারকে। এদিন উপস্থিত ছিলেন ঐশ্বর্য রাই বচ্চন এবং তাঁদের কন্যা আরাধ্যা, শ্বেতা নন্দা, নভ্যা নভেলী সহ গোটা পরিবার।
‘আড্ডা’ শেষে বেরিয়ে মমতা বলেন, “আমার হাতে ক্ষমতা থাকলে, অনেক আগেই দিয়ে দিতাম, তবে আমি অমিতাভজিকে ভারতরত্নই বলি। অমিতাভজি, জয়াজি, অভিষেকজি, ঐশ্বর্যাজি, শ্বেতাজি, আরাধ্যা, সকলে একসঙ্গে ছিলেন। আমার সঙ্গে কথা হল। আড্ডা হল পুরনো দিনের কথা নিয়ে। জয়াজির ছবি, ধন্যি মেয়ে আমাদের অত্যন্ত প্রিয়। ছবির গান জনপ্রিয় আজও। ওঁদের পরিবারকে ভালবাসি আমি। দুর্গাপুজোয় আমন্ত্রণ জানিয়েছি আসার জন্য। চলচ্চিত্র উৎসবেও আসতে বলেছি। অমিতাভজি থাকবেন, শাহরুখ থাকবে, সলমন থাকবে, অনিল কপূরও হ্যাঁ বলেছেন।”
উল্লেখ্য , ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে রণনীতি প্রস্তুত করতে ৩১ অগাস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত মুম্বইয়ে বৈঠক করতে চলেছে বিজেপি বিরোধী INDIA জোট। সেই উপলক্ষে বুধবার বিকেলেই মুম্বই পৌঁছে যান মমতা। এদিন বিমান বন্দরে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন উদ্ভব ঠাকরের ছেলে আদিত্য ঠাকরে। আগামীকাল নৈশভোজে মিলিত হবে INDIA জোট।