নিজস্ব প্রতিনিধি , মুম্বাই – বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। আসন্ন লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে দিল্লির মসনদ দখলের লক্ষ্যে ঝাঁপাচ্ছে সমস্ত রাজনৈতিক দলগুলির। ইতিমধ্যেই দেশের প্রায় ৩৫ টি বিরোধী দল মিলে গঠন করেছে ইন্ডিয়া মহাজোট। আজ থেকে মুম্বাইতে শুরু হচ্ছে বিরোধী ইন্ডিয়া মহাজোটের তৃতীয় মেগা বৈঠক। ইতিমধ্যেই সেই জোটের বৈঠক শুরু হয়েছে। আজ এই বৈঠক শেষে প্রকাশ করা হতে পারে লোগো। একইসঙ্গে বৈঠক শুরুর আগে দিল্লিতে রাহুল-অভিষেকের সাক্ষাৎ নিয়েও শুরু হয়েছে তীব্র আলোড়ন।
সূত্রের খবর , আজ সকাল ১১টা থেকে মুম্বাইয়ের সান্তাক্রুজে গ্র্যান্ড হায়াত হোটেলে বিরোধী জোটের বৈঠক শুরু হয়েছে। এবারের বৈঠক আয়োজনের দায়িত্বে রয়েছেন এনসিপি প্রধান শরদ পওয়ার। গতকাল বিকেলেই মুম্বাই পৌঁছে গিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পৌঁছে গেছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। আজ তৃতীয় বৈঠক শেষে লোগো উদ্বোধন ও সমন্বয় কমিটি গঠনের সম্ভাবনা রয়েছে।
তবে এর আগে জোড়া বৈঠক হলেও এখনও পর্যন্ত ইন্ডিয়া জোটের চেয়ারপার্সন বা আহ্বায়ক পদের নাম ঘোষণা করা হয়নি। আশা করা হচ্ছে আজ তৃতীয় বৈঠকে এই পদের নাম ঘোষণা করা হতে পারে। শোনা যাচ্ছে , তৃতীয় বৈঠকে ২৬ টি দলের সংখ্যা বেড়ে ২৮ হতে পারে। নতুন করে প্রায় ৬৪ জন নেতা বিরোধী জোটে যোগ দিতে পারেন।
উল্লেখ্য , গত ২৩ জুন বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডি (ইউ) নেতা নীতীশ কুমারের নেতৃত্বে পাটনায় ১৫ টি বিজেপি বিরোধী দল নিয়ে বৈঠক হয়েছিল। এরপর ১৭ ও ১৮ জুলাই বেঙ্গালুরুতে দ্বিতীয় বৈঠক হয়। এই বৈঠকে অংশ নিয়েছিল ২৬ টি বিজেপি বিরোধী দল। তবে সেই সবকে চাপিয়ে আজ আরও একাধিক দল এই জোটের বৈঠকে অংশ নিচ্ছেন।