নিজস্ব প্রতিনিধি , কলকাতা – একাধিক সম্পর্ক বিয়ে এমন নানা বিষয়ে হামেশাই সংবাদ শিরোনামে থাকেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। টলিপাড়ার শীর্ষে থাকা অভিনেত্রীদের মধ্যে একজন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ব্যক্তিগত জীবন থেকে রাজনীতি প্রতিনিয়ত সর্বদা চর্চায় থাকেন তিনি। তৃতীয় বিবাহ বিচ্ছেদের পর থেকে পর্দার বাইরে ছিলেন তিনি। হাতে তেমন কাজও ছিল না। তবে এবার একেবারে দেবী চৌধুরানী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন শ্রাবন্তী।

কিছুদিন আগেই গোয়া ঘুরতে গিয়েছিলেন অভিনেত্রী। সঙ্গে দেখা গিয়েছিলো তার বোনদের। সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছিলেন গোয়া ট্রিপের ছবি। ছোট্ট লাল ড্রেসে গোয়ার সমুদ্রতটের সামনের ভিডিও পোস্ট করেন শ্রাবন্তী। আর সেই ভিডিও পোস্ট করতেই ভাইরাল নেট দুনিয়ায়। তার অনুরাগীরা যেমন প্রসংশা করেছেন। তেমনি নেটিজেনরা তাকে বরাবরের মতো কুমন্তব্যও করেছেন।

অভিনয় দক্ষতার জন্য বরাবরই প্রশংসা পেয়েছেন অভিনেত্রী। বিভিন্ন সময়ে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তবে সব বিতর্কের অবসান , আগামী বেশ কিছুদিনের মধ্যেই তাকে এক ভিন্ন চরিত্রে দেখা যাবে। উপন্যাসের পাতা থেকে চরিত্রকে ফুটিয়ে তুলতে সব রকম প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী। দেবী চৌধুরানীর দৌর্দণ্ড্যপ্রতাপ ভূমিকায় দেখা যাবে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে এবং ভবানী পাঠকের ভূমিকায় দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে।

আগামী নভেম্বর মাস থেকে জানুয়ারি মাস পর্যন্ত পুরো দমে চলবে এই ছবির শুটিং। তার আগেই প্রস্তুতি শুরু করে দিলেন শ্রাবন্তী। দেবী চৌধুরানীর চরিত্রে তাকে ঘোড়া চালাতে হবে। তাই ঘোড়া চালানো দিয়েই প্রস্তুতি শুরু করলেন। একদম সকাল সকাল ময়দানে পৌঁছে যান অভিনেত্রী। তারপরই বাধ্য মেয়ের মত শুরু করেন ট্রেনিং।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রাবন্তীকে প্রশ্ন করা হয়, ঘোড়া চালাতে ভয় লাগে? তার উত্তরে শ্রাবন্তী বলেন,” প্রথম প্রথম ভয় লেগেছিল। কিন্তু আসতে আসতে ভয় কেটে গেছে। ঘোড়ায় সফর করা আর ঘোড়া চালানো সম্পূর্ণ আলাদা বিষয়। তবে আমার ট্রেনার বলেছেন প্রথমদিনের থেকে আমি এখন ভালো ঘোড়া চালাচ্ছি।”। তিনি এও জানান ১০ কেজি ওজনও কমিয়েছেন।