নিজস্ব প্রতিনিধি , চেন্নাই – দক্ষিণী ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম ও জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা। ইন্ডাস্ট্রিতে ‘লেডি সুপারস্টার‘ নামে বিখ্যাত অভিনেত্রী। সোশ্যাল মিডিয়া থেকে খানিক দূরেই থাকেন অভিনেত্রী। তবে ৩১ আগস্ট ইনস্টাগ্রামে খাতা খুলেন অভিনেত্রী। প্রথম পোস্টেই নজর কেড়েছেন অভিনেত্রী। দুই সন্তান কোলে নিয়ে একবারে ‘সোয়্যাগ’ এন্ট্রি নয়নতারার।
‘জওয়ান’ সিনেমার মুক্তির বাকি আর এক সপ্তাহ। সামনের। বৃহস্পতিবার অর্থাৎ ৭ই আগষ্ট মুক্তি পেতে চলেছে ‘জওয়ান’। প্রথমবার কিং খানের সঙ্গে কাজ করতে চলছেন অভিনেত্রী নয়নতারা। নতুন কেমিস্ট্রি দেখতে অধীর আগ্রহে ভক্তরা। ৩১ আগষ্ট রিলিজ হয়েছে মুভির ট্রেলার। ট্রেলার রিলিজ হবার ২ ঘন্টার মধ্যেই ১০ মিলিয়নের ওপর ভিউজ হয়েছে।
সেই দিনই ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ করেন। প্রথম রিল পোস্ট করেন। সাদা পোশাকে দুই ছেলে উইর ও উলগকে কোলে নিয়ে হেঁটে আছেন অভিনেত্রী। তিনজনেই সাদা পোশাকে এবং চোখে কালো চশমা। ৪ লক্ষেরও বেশি ফলোয়ার হয়ে গেছে নয়নতারার। স্বাগত জানালেন তার স্বামী ভিগনেশ শিবান।
ছবির ট্রেলার ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী। তিনি কাপশনে লিখলেন, , ‘আমার প্রিয় অভিনেতার সঙ্গে আমার প্রথম ছবি’। অন্যদিকে বাদশা ছবির ট্রেলার পোস্ট করে লিখলেন, ‘বিচার ও এক জওয়ানের। নারী ও তাদের প্রতিহিংসার। একজন মা ও ছেলের। এবং অবশ্যই, অনেকটা মজা! প্রস্তুত তো?’