নিজস্ব প্রতিনিধি , মুম্বাই – গত ১০ ই জুলাই ছবির প্রিভিউ রিলিজ হয়। তারপরই থেকেই কিং খানের অনুরাগীদের উচ্ছ্বাসের শেষ ছিল। ক্রমেই বাড়ছিল উদ্দীপনা। ট্রেলার নিয়েই সেইরকম উদ্দীপনা ছিল শাহরুখ খানের অনুরাগী সহ গোটা বিশ্বের। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ৩১শে আগস্ট মুক্তি পেল ‘জওয়ান‘ মুভির ট্রেলার।
গত ১১ই আগস্ট মুক্তি পেয়েছে সানি দেওল ও আমিশা প্যাটেল অভিনীত ‘গদর-২’। রমরমিয়ে ব্যবসা করছে। একের পর এক রেকর্ড ভেঙে দিচ্ছে ব্লকবাস্টার মুভিগুলোর। ইতিমধ্যেই ৫০০ কোটির ক্লাবে পা দিয়েছে সানির এই সিনেমা। বছরের তৃতীয় সর্বোচ্চ আয়কারী হিন্দি সিনেমা হিসাবে রেকর্ড গড়েছে ‘গদর-২’। হার মানিয়েছে ‘ড্রিম গার্ল-২’- কেও।
এরমধ্যেই দীর্ঘ চার বছর পর সিনেমায় ফিরেছেন কিং খান। চলতি বছরের শুরুতেই বাদশার ‘পাঠান’ ছবি মাত্র ১৩ দিনের মধ্যে ৫০০ কোটির ওপর ব্যবসা করে ফেলেছিল। যা ছিল ২০২৩ এর সবচেয়ে আয়করী সিনেমা। শোনা যাচ্ছে মুম্বইয়ের কিছু কিছু সিনেমা হলে ইতিমধ্যেই ‘জওয়ান’- এর প্রি বুকিং শুরু হয়ে গিয়েছে। ওপেন হবার কিছুক্ষণের মধ্যেই সোল্ড আউট হয়ে গেছে টিকিট। এমনকি ভক্তরা ১৫০০-২০০০ টাকা দিয়েও টিকিট কাটছে।
সূত্রের খবর , এই সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয় করছেন বাদশা। একইসঙ্গে বাবা এবং ছেলের চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ। ছবিতে শাহরুখের শত্রু শাহরুখ নিজেই। অর্থাৎ বাবা লড়বে ছেলের সঙ্গে। ঝড়ের বেগে ভাইরাল হয়েছে শাহরুখের সেই লুক। শুধু তাই না অন্যভাবে দেখা যাবে ২ দক্ষিণী সুপারস্টার নয়নতারা ও বিজয় সেতুপতিকেও।
অ্যাকশন ও বিনোদন সব নিয়েই এই ছবি শাহরুখ খানের। এদিন ট্রেলার রিলিজ হবার ২ ঘন্টার মধ্যে ১০ মিলিয়নের ওপর ভিউজ হয়েছে। আগামী ৭ই সেপ্টেম্বর অ্যাটলির পরিচালনায় মুক্তি পেতে চলেছে ‘জওয়ান’। আর বাকি মাত্র এক সপ্তাহ। ছবিতে অ্যাকশনের জন্য সারা বিশ্ব থেকে মোট ছয়জন অ্যাকশন ডিরেক্টরকে নিয়ে এসেছেন নির্মাতারা। সিনেমার মোশন, বিজিএম, ডায়লগ, সাউন্ড এফেক্টের কথা না বললেই না। সব মিলিয়ে এক কথায় দুর্দান্ত।