নিজস্ব প্রতিনিধি , কলকাতা- ২০২৪ এ মোদিকে গদিচ্যুত করতে একজোট হয়ে রণনীতি প্রস্তুত করছে দেশের একাধিক বিরোধীদলগুলি। আর এই জোটের নাম ‘INDIA‘। ৩১ তারিখে এই জোটের মেগা বৈঠকে যোগ দিতে ইতিমধ্যেই মুম্বাই উপস্থিত হয়েছে INDIA জোটের অংশ তথা রাজ্যের শাসক দল তৃণমূল। সেখানে তৃণমূল হয়ে প্রতিনিধিত্ব করবেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দোপাধ্যায়। আর এই আবহেই নিজেদের INDIA জোটের বাইরে বলে দাবি করলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। নওশাদের এই বক্তব্য নতুন করে বিতর্কের সৃষ্টি করেছে রাজনৈতিক মহলে।
এই প্রসঙ্গে নওশাদ জানিয়েছেন, আইএসএফের পক্ষ থেকে আমি বলছি INDIA জোটে আমরা নেই। এই জোটে এমনকিছু দল আছে যাদের হাতে গনতান্ত্র রোধ হচ্ছে। পাশাপাশি নাম না করে তৃণমূলের উদ্দেশ্যে বলেন, যারা বাংলা সামলাতে পারে না। তারা দেশ সামলাবে কি করে। যাদের হাতে আমাদের নেতা কর্মীরা প্রাণ ত্যাগ করেছে তাদের সঙ্গে এক টেবিলে আমরা বসতে পারবোনা।
অন্যদিকে সিআইডি তলব নিয়ে নওশাদ বলেন, ‘আমি ভয় পাই না। আমি রক্ষাকবচ নিতে চাই বলে কোথাও যাই না। সিআইডি তলব আছে বলে বিধানসভা যাইনি। আমি যদি বিধানসভার কথা বলে সিআইডি অফিসে না যেতাম, তাহলে তৃণমূল বলত ভয় পেয়ে যাচ্ছে না।’
প্রসঙ্গত , আজ তৃতীয় বারের মতো মুম্বাইয়ে মেগা বৈঠক বসতে চলেছে INDIA জোটের। সেখানে ২০২৪ নির্বাচনের রণনীতি প্রস্তুত করা হবে । পাশাপাশি লোগোও স্থির করা হবে এই বিরোধী জোটের। বৃহস্পতিবার সন্ধ্যায় একটি ছোট বৈঠক হওয়ার কথা রয়েছে। এরপর সন্ধ্যায় রয়েছে নৈশভোজনের আয়োজন। শুক্রবার বিস্তারিত আলোচনা হবে ইন্ডিয়া জোটের দলগুলির মধ্যে। তারপর রয়েছে সাংবাদিক সম্মেলন।