নিজস্ব প্রতিনিধি, কলকাতা- গতকাল ছিল রাখীবন্ধন উৎসব। দেশজুড়ে মানুষ নানান বর্ণ ধর্ম নির্বিশেষে একে অপরকে রাখী পড়িয়ে ভালোবাসার বন্ধনে বেঁধেছে। এই আবহেই রাখীবন্ধন উপলক্ষে বিশেষ বার্তা দিলেন তৃণমূল ছাত্র পরিষদের নেত্রী রাজন্যা হালদার। বলেন, দাদা মানে র্যাগিং নয়, দাদা মানে স্নেহ ভালোবাসা। র্যাগিং ইস্যুতে যখন গোটা বাংলা কার্যত টালমাটাল তখন রাজন্যার এই বার্তাকে যুক্তিযুক্ত বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।
এদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদের তরফে একটি রাখীবন্ধনের উৎসবের আয়োজন করা হয়। আর সেই অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের নেত্রী রাজন্যা হালদার। এই অনুষ্ঠানে উপস্থিত থেকে কার্যত তিনি বুঝিয়ে দিলেন যাদবপুর মানেই বিতর্ক নয়, উৎসবের মেজাজেও তাকে পাওয়া যায়। এদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সবার হাতে রাখী বেঁধে দিয়ে অনুষ্ঠান সম্পন্ন করে তৃণমূল ছাত্র পরিষদ।
এই বিষয়ে রাজন্যা হালদার বলেছেন, সংস্কৃতিপরায়ণতার একটি অভিনব পন্থা হলো র্যাগিংয়ে নয়, রাখীতে জয়। এই রাখী বন্ধন উৎসব পালনের মাধ্যমে আমরা বোঝাতে চাইছি যে যাদবপুর মানেই দাদা সিনিয়র র্যাগিং নয়, সেখানে রয়েছে ভালোবাসা সংবেদনশীলতা। এরপরেই কার্যত বামপন্থী ছাত্র সংগঠনগুলিকে নাম না করে আক্রমন করে বলেন, তাদেরও দাদা আছে আমাদেরও দাদা আছে। তবে তফাৎটা শিরদাঁড়ার। আমাদের শিরদাঁড়া সোজা। যা শেখায় দাদা মানে র্যাগিং নয়, দাদা মানে স্নেহ ভালোবাসা, আগলে রাখাও হতে পারে।