নিজস্ব প্রতিনিধি , কলকাতা – পূর্ব ঘোষণা অনুযায়ী আজ থেকে গোটা রাজ্য জুড়ে ফের শুরু হয়েছে দুয়ারে সরকার ক্যাম্প। গোটা সেপ্টেম্বর মাস ধরে চলবে এই ক্যাম্প। তবে চলতি দুয়ারে সরকার ক্যাম্পে এবার যোগ হয়েছে আরও নতুন ৫টি পরিষেবা। যদিও সেকথা মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করে জানিয়েছিলেন। সেই মতোই আজ থেকে শুরু হওয়া দুয়ারে সরকার ক্যাম্পে মিলছে নতুন এই ৫টি পরিষেবা। নতুন এই ৫টি নতুন প্রকল্প হল – বার্ধক্য ভাতা , পরিযায়ী শ্রমিকদের নথিভুক্তিকরণ , উদ্যম পোর্টাল অর্থাৎ ক্ষুদ্র, মাঝারি ও কুটিরশিল্পের নথিভুক্তিকরণ , হস্তশিল্পী ও তাঁতশিল্পীদের তালিকা তৈরি করার কাজ হবে। আজ থেকে আগামী ১৬ই সেপ্টেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। তারপর আগামী ১৮ই সেপ্টেম্বর থেকে ৩০শে সেপ্টেম্বরের মধ্যে সেই সকল আবেদনের ভিত্তিতে সুবিধা প্রদান করা হবে।
বার্ধক্য ভাতা – বার্ধক্য ভাতা হল ৬০ বছরের ঊর্ধ্বে থাকা ব্যক্তিদের পেনশন দেওয়ার বন্দোবস্ত করা। এই প্রকল্পের আবেদনের ভিত্তিতে সরকারের তরফ থেকে নথি যাচাই করার পর উপযুক্ত আবেদনকারীকে সরকারি সুবিধা দেওয়া হবে। সরকারি সুবিধা হিসাবে প্রতি মাসে এক হাজার টাকা করে পেনশন দেবে রাজ্য সরকার।
পরিযায়ী শ্রমিকদের নথিভুক্তিকরণ – পরিযায়ী শ্রমিকদের রেজিস্ট্রেশনের জন্য যে প্রকল্প চালু করা হয়েছে তা খুবই গুরুত্বপূর্ণ। কারণ – এই রেজিস্ট্রেশনের মাধ্যমে রাজ্য সরকারের কাছে পরিযায়ী শ্রমিকদের একটি ডেটাবেস তৈরি হবে। রেজিস্ট্রেশনে থাকা কোনও পরিযায়ী শ্রমিক যদি অন্য রাজ্যে কাজ করতে গিয়ে দুর্ঘটনায় মারা যান তাহলে তার পরিবার দু’লক্ষ টাকা আর্থিক সাহায্য পাবে। এছাড়াও দুর্ঘটনাগ্রস্থ হয়ে আহত হলে আর্থিক সাহায্য দেওয়া হবে চিকিৎসার জন্য। যদি কোন পরিযায়ী শ্রমিকের অঙ্গহানি সহ অন্য কোন বড় ঘটনা ঘটে তাহলে ১ লক্ষ টাকা দেওয়া হবে।
উদ্যম পোর্টাল – এই ক্ষেত্রে ক্ষুদ্র, মাঝারি ও কুটিরশিল্পের সাথে যারা নাম নথিভুক্ত করতে চায়, তারা এখানে আবেদন জমা দিতে পারেন। আবেদনকারী সকল তথ্য যাচাই করে রাজ্য সরকার বিবেচনা বোধ করলে সেই আবেদনকারীকে ৫ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক অনুদান দেবেন, ব্যবসা শুরু করার জন্যে। বা শিল্পের সাথে যুক্ত হওয়ার জন্যে।
হস্তশিল্পী ও তাঁতশিল্পীদের তালিকা – হস্তশিল্পী ও তাঁতশিল্পীদের সর্বদায় মান্যতা দেন মুখ্যমন্ত্রী। তাদের কাজের প্রশংসা করেন। তাই এবার তাদের সুবিধার্থে এবার হস্তশিল্পী ও তাঁতশিল্পীদের নাম প্রকাশ করা হবে সরকারের ওয়েব পোর্টাল গুলিতে। যারা এই কাজ চালিয়ে নিয়ে যেতে চান, অথচ আর্থিক সাহায্যের প্রয়োজন, তাদের পরিস্থিতি বিবেচনা সরকার তাদের পাশে দাঁড়াবে বলেই জানা যাচ্ছে।
এছাড়াও এবারে শিশুদের জন্য এবং স্তন্যপান করানোর জন্যও প্রতিটি ক্যাম্পে আলাদা ঘর রাখা হবে। এছাড়াও বিভিন্ন ক্যাম্পে চিকিৎসার ব্যবস্থাও থাকবে। সেখানে রক্তচাপ, ব্লাড সুগার এবং চোখের পরীক্ষা করানোর সুবিধাও পাবেন রাজ্যের বাসিন্দারা।