23 C
New York
Tuesday, July 8, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    নেই গান্ধী পরিবার , শরদ পাওয়ার কে সামনে রেখে জোটের অন্যতম সদস্য পদে অভিষেক

    নিজস্ব প্রতিনিধি, দিল্লি – গতকাল থেকে শরদ পাওয়ারের নেতৃত্বে মুম্বইয়ে অনুষ্ঠিত হয়েছে ইন্ডিয়া জোটের তৃতীয় বৈঠক। আর সেই বৈঠক থেকে এদিন প্রবীণ নেতা শরদ পাওয়ার সামনে রেখে গঠন করা হলো ১৩ সদস্যের কো-অর্ডিনেশন কমিটি। এই কমিটিতে তৃণমূলের তরফে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে উল্লেখ্যযোগ্য ভাবে এই কমিটিতে নেই গান্ধী পরিবারের কেউ।

    এই সমন্বয় কমিটির মূল দায়িত্বে রয়েছেন বর্ষীয়ান নেতা শরদ পাওয়ার। এছাড়া বাকি ১৩ জন সদস্যের মধ্যে রয়েছেন কেসি বেণুগোপাল (কংগ্রেস) , এমকে স্ট্যালিন (ডিএমকে), অভিষেক বন্দ্যোপাধ্যায় (তৃণমূল কংগ্রেস), সঞ্জয় রাউত (শিবসেনা ইউবিটি), তেজস্বী যাদব (আরজেডি), ললন সিম (জেডিইউ), রাঘব চাড্ডা (আপ), হেমন্ত সোরেন (জেএমএম), যাদব আলি খান (সমাজবাদী পার্টি), ডি রাজা (সিপিআই), ওমর আবদুল্লা (এনসি), মেহবুবা মুফতি (পিডিপি)।

    তবে এই কমিটিতে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের নামও নেই। তবে ১৩ সদস্যের এই কো-অর্ডিনেশন কমিটির নেতা কে , তা এখনও পযন্ত ঘোষণা করা হয়নি। বৈঠকে নেওয়া রেজোলিউশন অনুযায়ী , আগামী লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের দলগুলি যেখানে সম্ভব, একসঙ্গেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। তবে আসন সমঝোতা নিয়ে খুব শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img