23 C
New York
Monday, July 7, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    হুড়মুড়িয়ে বিক্রি হচ্ছে জওয়ানের টিকিট , বুর্জ খলিফা থেকে হুঙ্কার পাঠানের

    নিজস্ব প্রতিনিধি , মুম্বাই – বৃহস্পতিবার সমস্ত প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ্যে এসেছে ‘জওয়ান‘ সিনেমার ট্রেলার। ৩১ আগষ্ট তীব্র শোরগোলের মধ্যে রিলিজ হয় ‘জওয়ান’ ট্রেলার। এখনো পর্যন্ত যার ভিউজ সংখ্যা মিলিয়নের উপর। কিছুদিন আগে থেকেই মুম্বইয়ের কিছু সিনেমা হলে প্রি বুকিং শুরু হয়ে গিয়েছিল কিন্তু শুক্রবার অর্থাৎ পয়লা সেপ্টেম্বর থেকে গোটা দেশজুড়ে শুরু হয়ে গেল সিনেমার প্রি বুকিং। দীর্ঘ চার বছর পর সিনেমায় ফিরেছেন কিং খান। বছরের শুরুতেই বাদশার ‘পাঠান’ প্রায় ১০০০ কোটির ওপর ব্যবসা করেছিল। তবে এদিন বুকিং শুরু হাতেই মুহূর্তেই শেষ হয়ে যাচ্ছে টিকিট। দিল্লি , মুম্বাইয়ের মতো একই অবস্থা খোদ কলকাতাতেও। এরমধ্যেই সিনেমার প্রচারে গিয়ে বুর্জ খলিফা থেকে নয়া বার্তা দিলেন পাঠান।

    আগেই শোনা গিয়েছিল ৩১ই আগষ্ট দুবাই যাবেন শাহরুখ খান। তাই সন্ধ্যে থেকে ভিড় উপচে পড়ছিল শাহরুখ অনুরাগীদের। অবশেষে বুর্জ খলিফায় প্রবেশ করলেন শাহরুখ খান। জওয়ান’ সিনেমার ট্রেলারও দেখানো হলো। সিনেমার গানের সঙ্গে পা মেলালেন কিং খান। তার বয়স যে ৫৭ বছর শাহরুখ খানকে দেখে তা মনেই হবে না।

    সিনেমার প্রচারে এদিন বুর্জ খলিফা থেকে শাহরুখ বললেন, “বিনোদনের কোনও ভাষা, ধর্ম, জাত, রঙ কিছুই হয়। বিনোদন শুধুই বিনোদনের জন্য”। শাহরুখ খান বলেন আজ এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে ছবির অ্যারাবিক গানের উদ্বোধন। এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন পরিচালক অ্যাটলি, মিউজিক পার্টনার ভূষণ কুমার, সঙ্গীত পরিচালক অনিরুদ্ধ। অ্যারাবিক গানের গায়ক-গায়িকা গ্রিনি এবং জবিনা।

    আগামী ৭ই সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে ‘জওয়ান’। প্রি বুকিং শুরু হতেই হু হু করে বিক্রি হচ্ছে সিনেমার টিকিট। মনে হচ্ছে সিনেমার রিলিজ হওয়ার আগেই ব্যবসা করতে শুরু করেছে। আকাশছোঁয়া দামেও টিকিট বিক্রি হচ্ছে। একটুও সংকোচবোধ না করেই শাহরুখ ফ্যানেরা টিকিট কিনছেন। মুম্বাইতে টিকিটের দাম ২৫০০ টাকা এবং দিল্লিতে ২৪০০ টাকা। কোথাও কোথাও তার চেয়েও বেশি। কিন্তু প্রশ্ন হচ্ছে কলকাতায় কত টাকায় বিক্রি হচ্ছে টিকিট?

    সূত্রের খবর অনুযায়ী , কলকাতার মানি স্কোয়ারে টিকিট বিক্রি হচ্ছে ৭৫০ টাকায়, সিটি সেন্টার-২ এর টিকিটের দাম তুলনায় কম ৩৫০ টাকা। কোয়েস্ট মলে টিকিটের দাম ১১৭০ টাকা এবং সাউথ সিটি মলে রাতের শো এর টিকিট দাম ১৭০০। দমদমের ডায়মন্ড প্লাজায় টিকিটের দাম ৫৫০ টাকা। হাওড়ার অবনীতে টিকিট বিক্রি হচ্ছে ৪৫০- এর মধ্যে। কিন্তু ফাস্ট ডে ফাস্ট শোয়ের টিকিট ইতিমধ্যেই সোল্ড আউট।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img