23 C
New York
Sunday, July 6, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    সৌমিতৃষাকে নিয়ে বিরাট সমস্যা , বন্ধ হয়ে গেল দেবের সিনেমার শুটিং

    নিজস্ব প্রতিনিধি , কলকাতা – টলিপাড়ায় কান পাতলেই আপাতত দেবের নাম। লাস্ট বেশ কয়েকটি সিনেমা একেরপর এক হিট করায় আলোচনার শীর্ষে এখন দেব। বছর খানেক আগে নিজস্ব প্রযোজনা সংস্থাও খুলেছেন দেব। যার নাম দেব এন্টারটইনমেন্ট ভেঞ্চারস। বর্তমানে বেশিরভাগ সময়ই কমার্শিয়াল ছবি থেকে বেরিয়ে এসে নতুন নতুন চরিত্রে ধরা দিচ্ছে দেব। চলতি বছরের শুরুতেই নিজের প্রযোজনাতে সিনেমা নিয়ে আসার কথা জানিয়েছিলেন দেব। সেই সিনেমার নায়িকা হিসেবে সিলেক্ট হয় টেলি অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু। কিন্তু এবার নাকি সেই নায়িকাই সমস্যা হয়ে দাঁড়াচ্ছে দেবের ‘প্রধান’ সিনেমায়।

    চলতি বছরের শেষে বড়দিনে মুক্তি পেতে চলেছে দেবের প্রযোজিত সিনেমা ‘প্রধান’। চলতি সপ্তাহে নর্থবেঙ্গলে শুরু হয়ে গেছে শুটিং। ১৯ দিন ধরে টানা চলছে শুটিং। প্রথমবার বড়পর্দায় দেবের সঙ্গে দেখা যাবে সৌমিতৃষা কুণ্ডুকে। পৌঁছে গিয়েছিল ‘প্রধান’ ছবির গোটা টিম। কিন্তু শুরুতেই অঘটন। আচমকা সোশ্যাল মিডিয়ায় দেব লেখন,”প্রধান… নো মোর ফিয়ার। বাট ফার্স্ট ডে অফ শ্যুট আই আম ডাউন উইথ ফিবার”। আর এই খবর জানার পর মনে ভয় জাগছে ভক্তদের। শুটিং যদি বন্ধ হয়ে যায়।

    ছবিতে দেবকে দেখা যাবে পুলিশ চরিত্রে। দেবের নায়িকা হিসাবে দেখা যাবে সৌমিতৃষা কুণ্ডুকে। প্রথমবার তাদের কেমিস্ট্রি দেখতে আগ্ৰহী দর্শক। এছাড়াও ছবিতে রয়েছেন সোহম, অম্বরীশ ভট্টাচার্য, পরাণ বন্দ্যোপাধ্যায়, মমতা শঙ্কর, কণীনিকা বন্দ্যোপাধ্যায়, কাঞ্চন মল্লিকদের। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সাবিত্রী চট্টোপাধ্যায়কেও। কিন্তু সাবিত্রী চট্টোপাধ্যায় শুটিংয়ের শেষে যোগ দেবেন টিমের সঙ্গে।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img