নিজস্ব প্রতিনিধি, কলকাতা – ‘সরকারি কাজ হয় বলেই তো কাজ হয়। কারণ সরকারি কর্মীরাই কাজ করেন’। টক টু মেয়র-এ এমন ভাবেই সরকারী কর্মীদের নিয়ে গুণগান করলেন মেয়র ফিরহাদ হাকিম। এদিন প্রতি সপ্তাহের মত, টক টু মেয়র-এর আয়োজন করা হয়। সেখানেই বিভিন্ন বিষয়ে কথা বলতে গিয়ে এই কথা বলেন তিনি।
একই সাথে, জল জমা এবং ডেঙ্গি নিয়ে এদিন ক্ষোভ প্রকাশ করেন মেয়র। বিগত কিছু দিন ধরেই দেখা যাচ্ছে, রাজ্যে ডেঙ্গির প্রকোপ। অদ্ভুত ভাবেই মাত্রাতিরিক্ত হয়ে যায় ডেঙ্গির দাপট। সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা উত্তর ২৪ পরগণা জেলায়। সেই প্রসঙ্গে বলতে গিয়েই মেয়র বলেন, “কিছু কিছু জায়গায় জল জমে আছে। তবে বেশির ভাগ ক্ষেত্রেই ডেঙ্গি নিয়ন্ত্রণে আনা গিয়েছে। কিছু কিছু জায়গায় বিভিন্ন জিনিসপত্রে জল জমে থাকার দরুণ সেই সব জায়গায় ডেঙ্গি এখনও রয়ে গিয়েছে। মানুষ সচেতন হলে সম্পূর্ণ ভাবে ডেঙ্গি চলে যাবে” বলে জানান মেয়র।
এদিন পার্কিং ফি নিয়েও মন্তব্য করেন তিনি। বলেন, “পার্কিং ব্যবস্থা নিয়ে নবান্ন থেকে কোনো কিছু নির্দেশ আসেনি। সেকারণে আমরা পুরনো পার্কিং ফিই বজায় রাখছি”। উল্লেখ্য, কিছু দিন আগেই এই পার্কিং ফিকে কেন্দ্র করে ফিরহাদ বনাম কুণাল ঘোষ দেখা যায়। যা নিয়ে আলোচনা করতে একচুলও ছাড়েননি বিরোধীরা। এমনকি পার্কিং ফির অতিরিক্ত বৃদ্ধি নিয়ে নবান্ন থেকে নির্দেশিকাও পাঠান মুখ্যমন্ত্রী। ফি কমানোর নির্দেশ দেন তিনি। আর তারপর থেকে ফের কার্যকর হয় পুরনো পার্কিং ফিই। এদিন তা নিয়েই মন্তব্য করেন মেয়র।
একই সাথে এদিন বেআইনি হোর্ডিং-এর ক্ষেত্রে মেয়র বলেন, “শহরের রাস্তার ৪৪ টি জায়গা পুলিশ আমাদের দিয়েছে। আমরা রাস্তা বিভাগকে দিয়েছি। বেআইনি হোর্ডিং খুলে দেওয়া নিয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করব”, বলে জানান মেয়র ফিরহাদ হাকিম।
রাজনৈতিক ক্ষেত্রে,এদিন ‘এক দেশ এক ভোট’ নিয়ে বিজেপিকে একহাত নেন মেয়র ফিরহাদ হাকিম। আজ সংসদে এনডিএ শিবির ‘এক দেশ এক ভোট’ ইস্যুতে জরুরী বৈঠক সারে। সেই বৈঠক নিয়েই প্রশ্ন করা হলে মেয়র বলেন, “এক দেশ এক ভোট নিয়ে প্রধানমন্ত্রী নিজেকে বড় ভাবে । যিনি নিজেকে বড় ভাবে সে কোনো দিন বড় হয়না। এটা অবাস্তব কোনো দিন হবে না” বলে জানান তিনি।