নিজস্ব প্রতিনিধি, দার্জিলিং- মানুষের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হলো চোখ। আর তাই চোখকে ভালো রাখা আবশ্যিক। তবে চিন্তা নেই। বাংলার মানুষের চোখের স্বাস্থ্য ভালো রাখতে আগেই ‘চোখের আলো’ প্রকল্পের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পের সুবিধা ইতিমধ্যেই রাজ্যবাসী পেয়েছেন। এবার এই প্রকল্পের আওতায় আসতে চলেছে চা শ্রমিকরা।
সূত্রের খবর, শুক্রবার উত্তর বঙ্গের চা বাগানের শ্রমিকদের কথা ভেবে মু্খ্যমন্ত্রীর অনুপ্রেরণায় শুরু হয়েছে চোখের আলো প্রকল্প। এদিন এই প্রকল্পের সূচনা করেন রাজ্যের শ্রম ও আইন মন্ত্রী মলয় ঘটক।এই প্রকল্পের মধ্য দিয়ে শ্রমিকরা তাদের চোখ পরিক্ষা,বিনামুল্যে ঔষধ, চশমা ও চোখ অপারেশন করা সুযোগ পাবেন বলে জানা গেছে।
এই বিষয়ে মলয় ঘটক বলেন, “উত্তরবঙ্গের চা শ্রমিকদের নিয়ে একাধিক ভাবনা রয়েছে রাজ্যের বর্তমান সরকারের। ইতিমধ্যে মজুরি বৃদ্ধি সহ রেশন ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। শ্রমিকদের শিশুদের স্বার্থে ক্রেস তৈরি করা হয়েছে। এবার চোখের আলোর মধ্য দিয়ে স্বাস্থ্য পরিকাঠামো উন্নত করার প্রয়াস চালাচ্ছেন বলে জানান তিনি।
প্রসঙ্গত, গত ২০২১ সালের জানুয়ারি মাসে চোখের আলো প্রকল্পের সূচনা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। মূলত এই প্রকল্পের আওতায় এ রাজ্যের সাধারণ মানুষকে চক্ষু পরীক্ষা, চোখের চিকিৎসা এমনকি ষাটোর্ধ্বদের ছানি অপারেশনও বিনামূল্যে করার ব্যবস্থা করে দিয়েছে মমতা সরকার। এবার এই প্রকল্পের নতুন করে সুবিধা পেলেন চা শ্রমিকরা।