23 C
New York
Tuesday, July 8, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    ‘মহারাজ’ কি তবে রাজনীতিতে পা রাখছেন? এ কিসের ইঙ্গিত?

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা – মহারাজকে নিয়ে রাজনৈতিক দলগুলির চিন্তার অন্ত নেই। কখনও মহারাজের বাড়িতে দেখা করতে চলে আসেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তো কখনও রাজ্যে ইউনেস্কোকে সম্মান জানানোর বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ পান ‘দাদা’। দাদা কে নিজেদের একজন করতে চান শাসক-বিরোধী উভয়েই। তবে এর মধ্যে মুখ্যমন্ত্রীর পাল্লা খানিকটা ভারিই থাকে। কেননা তিনি বাংলার মুখ্যমন্ত্রী আর মহারাজ বঙ্গের কৃতি সন্তান; তাই সেখানেই বাড়তি আবেগ কাজ করে দুজনের মধ্যে। আর এবার সেই আবেগের টানেই মুখ্যমন্ত্রীর সফর সঙ্গী হচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

    যা জানা যাচ্ছে, রাজ্যে বিদেশি লগ্নি টানতে স্পেন ও দুবাই যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই সফরে বার্সেলোনায় তাঁর সঙ্গী খোদ ‘দাদা’।

    নবান্ন সূত্রে জানা গিয়েছে, সেপ্টেম্বরের ১২ তারিখ সফর শুরু হবে। প্রথমে স্পেনে উড়ে যাবেন মুখ্যমন্ত্রী। স্পেনের বণিক মহলের সঙ্গে মুখ্যমন্ত্রীর একাধিক বৈঠক রয়েছে। ২৩ সেপ্টেম্বর পর্যন্ত বিদেশ সফরে থাকবেন তিনি। ফেরার পথে দুবাই হয়ে আসবেন।

    মূলত রাজ্যে লগ্নি টানার লক্ষ্যেই এই বিদেশ সফর। দুই দেশের শিল্পপতিদের সঙ্গে দেখা করার সম্ভাবনা রয়েছে তাঁর। যা খবর, স্পেনের বার্সেলোনায় মমতার এই লক্ষ্যে শামিল হতে পারেন প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট।

    প্রসঙ্গত, তৃতীয়বার ক্ষমতায় আসার পরই নিজের লক্ষ্য পরিষ্কার করে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে বিপুল বিনিয়োগ টেনে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে চান তিনি। বাংলায় যে শিল্প ও বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ রয়েছে, তা বারবারই বোঝানোর চেষ্টা করে চলেছেন মুখ্যমন্ত্রী। তাই তো বিরোধীদের তুমুল কটাক্ষকে অগ্রাহ্য করেই নিজের লক্ষ্যে অবিচল তৃণমূল সুপ্রিমো।

    প্রতিবছরই বেশ জাঁকজমক করে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন হয় এই রাজ্যে। তাতে অংশ নেন দেশ-বিদেশের সেরা শিল্পদ্যোগীরা। রাজ্যে সেই সম্মেলনের পর থেকে বিনিয়োগও হচ্ছে। এবার বিদেশ থেকেও বিনিয়োগ আনার লক্ষ্য নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানে বাংলার গর্ব নিজে স্বয়ং থাকলে তা বিনিয়োগের পথ আরও মসৃণই করবে। আর তাই এবার এমন একটা মাষ্টার স্ট্রোক দিলেন মুখ্যমন্ত্রী। যে সৌরভ বরাবরই রাজনীতি থেকে নিজেকে দূরে রাখতে পছন্দ করেন, সেই তিনিই এবার বাংলার সাফল্যের জন্যে মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img