নিজস্ব প্রতিনিধি , মুম্বাই – আর্থিক জালিয়াতি মামলায় ফের বিরাট পদক্ষেপ ইডির। গত কয়েকমাস আগেই ৫৩৮ কোটি টাকা জালিয়াতির অভিযোগ উঠেছিল জেট এয়ারওয়েজের প্রতিষ্ঠাতা নরেশ গয়ালের বিরুদ্ধে। সেই মামলাতেই বৃহৎ পদক্ষেপ নিলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মুম্বইতে ইডি অফিসে ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর শুক্রবার রাতেই নরেশ গোয়ালকে মানি লন্ডারিং প্রতিরোধ আইনের অধীনে গ্রেফতার করেছে ইডি।
অভিযোগ , কানাড়া ব্যাঙ্ক থেকে ৮৪৮.৮৬ কোটি টাকার ঋণ দেওয়া হয়েছিল জেট এয়ারওয়েজকে। কিন্তু সেটার মধ্যে ৫৩৮.৬২ কোটি ফেরানো হয়নি। আর তারপরেই জেট এয়ারওয়েজের প্রতিষ্ঠাতা নরেশ গয়াল, তার স্ত্রী অনিতা ও কোম্পানির কয়েকজন প্রাক্তন এক্সিকিউটিভের বিরুদ্ধে কানাড়া ব্যাঙ্কের ৫৩৮ কোটি টাকার জালিয়াতি মামলায় এফআইআর দায়ের করে সিবিআই ।
এরপর এই মামলার পরিপ্রেক্ষিতে গত ২০ শে জুলাই নরেশ, তার স্ত্রী ও অন্যান্য কয়েকজনের সম্পত্তিতে অভিযান চালিয়েছিল ইডি। এরপর গতকাল মুম্বাইয়ে ইডির অফিস নরেশকে জিজ্ঞাসাবাদ করে ইডি। আর তারপরেই গতকাল রাতে ৭৪ বছর বয়সী জেট এয়ারওয়েজের প্রতিষ্ঠাতাকে গ্রেফতার করল ইডি। নরেশ গয়ালকে সম্ভবত শনিবার মুম্বইয়ের বিশেষ আদালতে পেশ করা হবে। তাকে নিজেদের হেফাজেত নেওয়ার আবেদন জানাবে ইডি।