নিজস্ব প্রতিনিধি, দার্জিলিং- মাটিগাড়া নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তপ্ত সারা বাংলা। এই পরিস্থিতিতে শনিবার সকালে নির্যাতিতার বাড়িতে গেলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এদিন তিনি মৃতার পরিবারের সঙ্গে দেখা করেন এবং পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি। অন্যদিকে, রাজ্যের শাসক দলের উপর তীব্র ক্ষোভ প্রকাশ করেন অধীর।
এই প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেন, “রাজ্যে শাসন বলে কিছু নেই। তাই সাগর থেকে পাহাড় একই জিনিষ দেখতে হবে। নারী নির্যাতনে ভারতবর্ষে পশ্চিমবঙ্গের স্থান ক্রমশ এগিয়ে চলেছে। বাংলার আইন শৃঙ্খলা অবনতির চরম নিদর্শন হল এই ঘটনা।”
প্রসঙ্গত, সম্প্রতি স্কুল ইউনিফর্ম পরা এক ছাত্রীর মৃতদেহ উদ্ধার করা হয় শিলিগুড়ির মাটিগাড়ায়। নাবালিকার বাড়ি থাপড়াইল এলাকায়। স্কুল থেকে ফেরার পথে বাড়ি পৌঁছে দেবার নাম করে সাইকেলে চড়ায় অভিযুক্ত। এরপর ঝোপ-জঙ্গলের মধ্যে একটি পরিত্যাক্ত ঘরে নাবালিকাকে নিয়ে যায় অভিযুক্ত। এরপরই তাকে ধর্ষণের চেষ্টা করে সে। এতে নাবালিকা বাধা দেওয়ায় রাগের মাথায় ঘরে পড়ে থাকা ইট দিয়ে নাবালিকার মাথা থেঁতলে দেয় অভিযুক্ত।
খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। এরপর পুলিশের তৎপরতায় ধরা পড়ে লেনিন কলোনির বাসিন্দা অভিযুক্ত মহম্মদ আব্বাস। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল রাজ্য রাজনীতিতে। শাসক দল থেকে বিরোধী দল প্রত্যেকেই এই নৃশংস ঘটনার শাস্তির দাবি জানিয়েছে। অন্যদিকে, এই ঘটনার এক মাসের মধ্যেই চার্চশিট জমা করবে বলে জানিয়েছে মাটিগাড়া থানার পুলিশ।